adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যাকোর্ড, অ্যালায়েন্সকে নিয়ে শুক্রবার থেকে কারখানা পরিদর্শন

image_63407_0ঢাকা: পোশাকশ্রমিকদের কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আগামীকাল শুক্রবার থেকে একযোগে কারখানা পরিদর্শন (দ্য ওয়ার্কিং কন্ডিশন প্রোগ্রাম) শুরু করবে তিনটি প্রতিষ্ঠান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএসইএর সহ-সভাপতি শহিদুল্লাহ আজিম বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠক সূত্র জানায়, দেশের বিদ্যমান আইনের মধ্যে থেকেই কারখানার অবকাঠামো, শ্রমিক নিরাপত্তা এবং অগ্নিনিরাপত্তার তদন্ত চলবে।

এ তদন্তে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটের) সঙ্গে একযোগে কাজ করবে ইউরোপীয় ক্রেতাদের সংগঠন অ্যাকোর্ড এবং উত্তর আমেরিকার ক্রেতাদের সংগঠন অ্যালায়েন্স। এ দুটি সংগঠনকে নিয়ে শুক্রবার থেকে পোশাক কারখানা তদন্তের কাজ শুরু হবে।

এ ব্যাপারে মিকাইল শিপার বলেন, ‘পোশাক কারখানার সব ধরনের শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ কার্যক্রম শুরু করা হচ্ছে। কারণ, আমরা চাই না আর কোনো তাজরীণ এবং রানাপ্লাজার মতো ঘটনা ঘটুক, ঝুকিপূর্ণ পরিবেশে কাজ করে আর কোনো শ্রমিক তাদের জীবন না হারায়।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পরিচালক শহিদুল্লাহ আজিম, সাবেক সভাপতি মোহাম্মদ হাতেম, বিকেএমইএর সহ সভাপতি ফারুক আহমেদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সেক্রেটারি ড. ওয়াজেদুল ইসলাম খান, রাজউকের প্রতিনিধি এবং বুয়েটের কয়েকজন জ্যেষ্ঠ অধ্যাপক।

উল্লেখ্য, বাংলাদেশে গার্মেন্টস শিল্পে এ-ই প্রথম ‘দ্য ওয়ার্কিং কন্ডিশন প্রোগ্রাম’ এর যাত্রা শুরু হচ্ছে নেদারল্যান্ড সরকার এবং ব্রিটেনের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) সহায়তায়

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া