ব্রাশ ফায়ারে জেএসএস নেতাসহ নিহত ৩
বাঘাইছড়ি উপজেলার শিজক এলাকায় দুবৃত্তের ব্রাশ ফায়ারে জনসংহতি সমিতির (জেএসএস) দুই নেতাসহ তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি শশাঙ্ক মিত্র চাকমা ওরফে প্রীতিশ বাবু (৫০), সাংগঠনিক সম্পাদক নন্দ কুমার চাকমা (৪৭) এবং স্থানীয় অজ্ঞাত এক ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে ওই তিন ব্যক্তি শিজক কলেজের সামনে একটি দোকানে চা পান করছিলেন। এসময় ৯-১০ জনের একটি সন্ত্রাসী দল তাদের লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। এতে তিনজনই ঘটনাস্থলে নিহত হন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা রফিকউল্লাহ ঘটনার সত্যতা বাংলামেইলকে নিশ্চিত করেছেন।
এ হত্যাকান্ডের জন্য প্রতিপক্ষ ইউপিডিএফকে দায়ী করেছেন জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা।