বিশ্বকাপ ট্রফি দেখাতে কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্রাউন’ ক্যাম্পেইন
ঢাকা: ‘২০১৩ ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর’ (এফডব্লিউসিটিটি) বা ফিফা বিশ্বকাপ ট্রফির সফর উপলক্ষে কোকা-কোলা বাংলাদেশ ‘আন্ডার দ্য ক্রাউন’ (ইউটিসি) শীর্ষক বিশেষ এক ক্যাম্পেইন বা বিপণন কার্যক্রমের আয়োজন করেছে। এর আওতায় সারা দেশের অংশগ্রহণকারীদের মধ্যে সৌভাগ্যবান ৪৫০০ জন ভোক্তাকে দুটি করে বিশেষ পাস বা টিকিট দেওয়া হবে। তারা আগামী ১৮ ডিসেম্বর ঢাকায় প্রকৃত ফিফা বিশ্বকাপ ফুটবল ট্রফি দেখার সুযোগ পাবেন।
এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে ভোক্তাদের কোকা-কোলার কাচের বোতলে ২০০ এমএল ও ২৫০ এমএল এবং বিশেষ ফিফা ওয়ার্ল্ডকাপ ট্রফি ট্যুর লেবেল সংবলিত ৪০০ এমএল, ৫০০ এমএল ও ৬০০ এমএল পেট বোতলের কোকা-কোলা কিনতে হবে। এরপর ওই বোতলের ছিপির ভেতরে মুদ্রিত থাকা ৮ ডিজিটের স্বতন্ত্র কোডটি ৯৯৩৪ নম্বরে এসএমএস করতে হবে। ১ নভেম্বর শুরু হওয়া ‘আন্ডার দ্য ক্রাউন’ (ইউটিসি) শীর্ষক বিশেষ এই ক্যাম্পেইন চলবে ১৪ ডিসেম্বর।
ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সঙ্গে অংশীদারির ভিত্তিতে কোকা-কোলা কোম্পানি বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ফুটবল ট্রফিটি আনার এই উদ্যোগ নিয়েছে। বাংলাদেশে এই প্রথম প্রকৃত ও নিখাদ ফিফা বিশ্বকাপ ফুটবল ট্রফি আনা হচ্ছে।
এ প্রসঙ্গে কোকা-কোলা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার দেবাশীষ দেব বলেন, ‘কোকা-কোলা কোম্পানি বাংলাদেশে এই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রকৃত ও নিখাদ ট্রফিটি নিয়ে আসছে। এটি হবে বাংলাদেশে সবার জন্য এক ঐতিহাসিক ঘটনা। আমরা ভোক্তাদের ফুটবলের এই ঐতিহাসিক ঘটনার সঙ্গে সংযোগ বা সম্পৃক্ততা ঘটিয়ে দিতে চাই। আর এর মাধ্যমে বাংলাদেশের মানুষের মাঝে খুশি ছড়ানোর উদ্যোগ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সারা দেশের ভোক্তাদের জন্য ফিফা বিশ্বকাপ ফুটবল ট্রফি দেখার টিকিট পাওয়ার একমাত্র উপায় হলো আমাদের ‘আন্ডার দ্য ক্রাউন’ (ইউটিসি) শীর্ষক বিশেষ ক্যাম্পেইনে অংশ নিয়ে টিকেট জেতা। সেজন্য আমরা ভোক্তাদের এই কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানাই। আমরা আশা করছি, বাংলাদেশের ফুটবল-ভক্তরা আগামী ১৮ ডিসেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গিয়ে প্রকৃত ফিফা বিশ্বকাপ ফুটবলের ট্রফি দেখার সুযোগ পেয়ে আনন্দিত হবেন।”
বাংলাদেশের নাগরিকদের মধ্যে যাদের বয়স ১৮ বছরের বেশি এবং নিজের মোবাইল ফোন আছে, তারা সবাই কোকা-কোলার এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। তবে এই অফার কেবল কোকা-কোলার কাচের বোতলে ২০০ এমএল ও ২৫০ এমএল এবং বিশেষ ফিফা ওয়ার্ল্ডকাপ ট্রফি ট্যুর লেবেল সংবলিত ৪০০ এমএল, ৫০০ এমএল ও ৬০০ এমএল পেট বোতলের প্রমোশনাল প্যাকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
এতে অংশ নিতে হলে ভোক্তাদের নিজ নিজ মোবাইল ফোনের মেসেস অপশনে গিয়ে COKE শব্দটি লিখে এরপরে স্পেস দিয়ে কোকা-কোলার বোতলের ছিপির ভেতরে মুদ্রিত থাকা আট ডিজিটের স্বতন্ত্র কোডটি টাইপ করে ৯৯৩৪ নম্বরে এসএমএস করতে হবে (উদাহরণস্বরূপ Ñ COKE ৯২৩৪৬০৭৬)। প্রত্যেক অংশগ্রহণকারীই ফিফা ট্রফি ট্যুরের ওয়ালপেপার, মোবাইল ফোনের রিং টোন এবং ফিফা ট্রফি ট্যুরের জন্য ডেভিড কূরির গাওয়া কোকা-কোলার থিম সং বা গান ইত্যাদি ডাউনলোড করতে পারবেন। অংশগ্রহণকারীদের মধ্যে যারা বিজয়ী নির্বাচিত হবেন, তাদের ইউনিক কোড দেখিয়ে বা উল্লেখ করে টিকিট সংগ্রহ করতে হবে। তবে একেকটি টিকিট দিয়ে মাত্র একবারই ফিফা বিশ্বকাপ ফুটবলের ট্রফি দেখা যাবে।
২০১৪ সালের বিশ্বকাপ আয়োজক ব্রাজিলের রিও ডি জ্যানেরিওতে গত ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ফিফা বিশ্বকাপ ফুটবল ট্রফির বিশ্বভ্রমণ কার্যক্রম শুরু হয়। কোকা-কোলা কোম্পানি ফিফা বিশ্বকাপ ফুটবল ট্রফির বিশ্বভ্রমণের এই বিশেষ কার্যক্রম পরিচালনা করছে।