adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বোঝালাম, আমাকে কতটা দরকার, বললেন রোনাল্ডো

73657_1স্টকহোম: ম্যাচ শেষে তিনি পর্তুগিজ টিভিকে যা বললেন, সেটা তো দ্বিতীয় গোল করে মাঠেই বুঝিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷


সুইডেনের জালে দ্বিতীয়বার বল জড়িয়ে ২৮ বছরের পর্তুগিজ তারকা প্রথমে বুকে হাত ঠুকলেন৷ তারপর দু'হাত মাটির দিকে ইঙ্গিত করলেন৷ 'ম্যায় হুঁ না' গোছের এই ভঙ্গিতে বোঝালেন তিনি যখন মাঠে আছেন, তখন পর্তুগালের আর চিন্তার কিছু নেই৷ পর্তুগালকে ব্রাজিলের টিকিট পাইয়ে দেওয়ার পর মাঠ থেকে বেরোনোর সময়ও রিয়াল মাদ্রিদের মহাতারকার গলায় ছিল সেই 'ম্যায় হুঁ না' সুর৷ বললেন, 'আমি আমার কাজটা ঠিকঠাক করতে পেরেছি৷ বোঝাতে পেরেছি, এমন কঠিন ম্যাচে আমাকে কেন দরকার পর্তুগালের৷'


সুইডেনের বিরুদ্ধে বিশ্বকাপের প্লে অফের দুটি ম্যাচে চার গোল৷ পর্তুগালের হয়ে সবথেকে বেশি গোল করা পাওলেতাকে (৩৭ গোল) এ দিন ছুঁয়ে ফেলার পর রোনাল্ডো এমন কথা বলতেই পারেন৷


তবে এই ফরোয়ার্ড প্রতিপক্ষকে একবারও খাটো করার চেষ্টা করেননি৷ রোনাল্ডো বলেন, 'সুইডেন সত্যি ভালো দল৷ ওদের অনেক অভিজ্ঞ ফুটবলার রয়েছে৷ রয়েছেন ভালো কোচ৷ তাই আমরা বেশ চাপে ছিলাম৷ তবে সত্যি কথা হলো, ওদের বিরুদ্ধে আমরা দুটো ম্যাচেই ভালো খেলেছি৷ লক্ষ্যপূরণ করতে পেরেছি৷'


ফুটবলের জয়গানও শোনা গেল ২০১৩-১৪ মরসুমে ক্লাব ও দেশের হয়ে ২৪ ম্যাচে ৩৪ গোল করা এই তারকার মুখে৷ বলছিলেন, 'ফুটবল কেন ব্রিলিয়ান্ট খেলা সেটা বোঝা যায় এমন ম্যাচেই৷ আমরা সেই খেলায় জিতেছি৷ এটা বড় আনন্দের৷'


শেষ ৬ ম্যাচে তিনি করে ফেললেন তিনটি হ্যাটট্রিক৷ দুটি ক্লাব রিয়াল মাদ্রিদ ও একটি দেশের হয়ে৷ বোঝাই যাচ্ছে কতটা ফর্মে আছেন সিআর-৭৷ আর সেটাই শোনা গেল রোনাল্ডোর দেশের সতীর্থদের মুখে৷ ম্যাচের পর মিক্সড জোনে পর্তুগালের সব ফুটবলারের কাছেই একই প্রশ্ন করা হয়েছিল৷ সেটা হলো রোনাল্ডো কেমন ফুটবলার? সবার জবাবে যে বিশেষণগুলি ছিল তা হলো- দুরন্ত, অসাধারণ, অবিশ্বাস্য, বিশ্বসেরা, অতুলনীয়৷ পর্তুগালের মাঝমাঠের এ দিনের সেরা মোতিনহো বলেন, 'এটা নিয়ে প্রশ্ন করার কী আছে? রোনাল্ডো তো বিশ্বের সেরা ফুটবলার৷'


দলের ফুটবলারদের মতোই রোনাল্ডো নিয়ে উচ্ছ্বাসিত কোচ পাওলো বেন্তো৷ তার কথায়, 'এগিয়ে থাকার চাপ নিয়ে প্রথম ৩০ মিনিট আমরা ভালো খেলতে পারিনি৷ তারপর কিন্ত্ত রোনাল্ডো ফের একবার আমাদের দলের চেহারা বদলে দিল৷ ও বুঝিয়ে দিল, ও দলের পক্ষে সত্যিই গুরুত্বপূর্ণ৷'


পর্তুগাল কোচ মনে করেন, তার এই দলটা নিয়ে পর্তুগিজদের গর্ব করা উচিত৷ যে ভাবে চাপ কাটিয়ে এদিন তার দল জয় পেয়েছে সেটাকেই তিনি বিশ্বকাপের মূলধন বলে ভাবছেন৷ নায়ক রোনাল্ডো অবশ্য এখনই বিশ্বকাপ নিয়ে ভাবছেন না৷


জানিয়ে গেলেন, 'আজকের দিনটা আমার ও দেশের কাছে দারুণ দিন৷ তাই এটা নিয়ে আমাদের উপভোগ করতে দিন৷ এখন আমরা যে যার ক্লাবে ফিরে যাব৷ বিশ্বকাপ এলে তখন আবার সেটা নিয়ে ভাবব৷' ভোররাতেই পর্তুগিজরা লিসবনে পৌঁছলে হাজির ছিলেন অজস্র মানুষ৷ সবাই খুঁজছিলেন রোনাল্ডোকে৷ তিনি তখন অবশ্য মাদ্রিদের পথে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া