adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডাক্তারদের ফি সর্বোচ্চ ৫০০: স্বাস্থ্যমন্ত্রী

image_55085_0ঢাকা: দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট রোগী দেখার ফি   অনধিক ৫০০ টাকা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।



সোমবার নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।



সংসদ সদস্য অপু উকিলের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা প্রদানের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকগুলো প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে।এ সংক্রান্ত কাজ চলমান রয়েছে।”



সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জনস্বাস্থ্য নিরাপত্বার স্বার্থে দেশে নকল ওষুধ তৈরি ও বাজারজাত প্রতিরোধকল্পে সরকার সচেতন ও বদ্ধপরিকর। এই উদ্দেশে ওষুধ প্রশাসন অধিদফতর সবসময় তৎপর রয়েছে।”



সংসদ সদস্য শাহেদা তারেখ দীপ্তীর এক প্রশ্নের জবাবে রুহুল হক জানান, “বর্তমান সরকার দ্বায়িত্ব গ্রহনের পর গ্রামীন জনগোষ্টির বিশেষত দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষে ১৩ হাজার ৫০০ কমিনিটি ক্লিনিক স্থাপনের লক্ষে এ পর্যন্ত ১২ হাজার ৪৪৮টি কমিনিটি ক্লিনিক স্থাপন ও চালু করা হয়েছে এবং এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।”

 

সংসদ সদস্য মো.শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “মাতৃমৃত্যুর হার বিগত ৯ বছরে ৪০ শতাংশ হ্রাস পেয়েছে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া