adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কাতারে বিদেশী শ্রমিকদের সঙ্গে ‘পশুর মতো আচরণ’

a11কাতারে নির্মাণ শ্রমিকদের সঙ্গে ‘পশুর মতো আচরণ’ করা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রোববার সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের নিমার্ণখাতে ব্যাপক হারে শ্রমিক নির্যাতন ও বঞ্চনার ঘটনা ঘটছে।
২০২২ সালের বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে দেশটিতে যখন স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে তখন এ প্রতিবেদন প্রকাশ করা হলো।
অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসী শ্রমিকদেরকে প্রায়ই তাদের প্রাপ্য মজুরি দেয়া হয় না। তাদেরকে বিপদজনক পরিবেশে কাজ করতে এবং নোংরা ও মানবেতর পরিবেশে বসবাস করতে হয়। কাতারের এক ব্যবস্থাপক প্রবাসী শ্রমিকদের ‘জানোয়ার’ বলে গালি দিত বলেও অ্যামনেস্টির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২১০ জন শ্রমিক, কর্মী এবং সরকারি কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি ‘ডার্ক সাইড অব মাইগ্রেশন’ নামের এ প্রতিবেদনে কাতারের নির্মাণখাতে বিরাজমান অমানবিক পরিবেশ তুলে ধরেছে অ্যামনেস্টি।
ফিফার পরিকল্পিত সদর দফতর নির্মাণ প্রকল্পের সরবরাহের সঙ্গে যুক্ত একটি কোম্পানিতে কর্মরত নেপালি শ্রমিকদের বক্তব্য এ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
শ্রমিকরা বলেছেন, তাদের সঙ্গে গরু-ছাগলের মতো আচরণ করা হয়। দিনে ১২ ঘণ্টা করে সপ্তাহে সাতদিন তাদের কাজ করতে বাধ্য করা হয়। কাতারে গ্রীষ্মকালের প্রচ- তাপের মধ্যেও তাদের এভাবে কাজ করতে হয়েছে বলে জানিয়েছেন এ সব হতভাগ্য শ্রমিক।
অ্যামনেস্টি বলছে, কাতারে শ্রমিকদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে তাকে ‘বল প্রয়োগে বা জোর পূর্বক খাটানো’ হিসেবে উল্লেখ করা যায়। এতে আরো বলা হয়েছে, মজুরি বকয়া থাকা সত্ত্বেও শ্রমিকরা কর্মক্ষেত্রে হাজির না হলে তাদেরকে জরিমানা, কাতার থেকে বহিষ্কার বা আর্থিক ক্ষতির মুখোমুখি করা হতো।
দোহার প্রধান হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিনিধির বরাত দিয়ে এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০১২ সালে এ হাসপাতালের ট্রমা ইউনিটে এক হাজারের বেশি শ্রমিককে উপর থেকে পড়ে যাওয়ার কারণে ভর্তি করা হয়েছে। এদের ১০ শতাংশই স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছে এবং তাদের মৃত্যুর হারও ছিল উল্লেখযোগ্য। কাতার প্রবাসী শ্রমিকরা যে মারাত্মক বঞ্চনার শিকার হচ্ছে তা অনুসন্ধানে উঠে এসেছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
 
গত সেপ্টেম্বরে  বৃটিশ দৈনিক গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে কাতারে কর্মরত নেপালি শ্রমিকদের দুর্দশার কথা প্রথম প্রকাশিত হয়। গার্ডিয়ানের এ প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ জুন থেকে ৮ আগস্টের মধ্যে কাতারে কর্মরত নেপালের অন্তত ৪৪ শ্রমিক মারা গেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া