adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মন্ত্রিসভায় থাকতে রাজি মেনন ও বাদল

image_62760_0ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত ‘সর্বদলীয়’ মন্ত্রিসভায় থাকতে রাজি আছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং আরেক শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মইনুদ্দিন খান বাদল এমপি।



রোববার রাত সাড়ে ৯টার দিকে তারা বাংলামেইলকে এ বিষয়টি নিশ্চিত করেন।



এর আগে মন্ত্রিপরিষদ সবিচ মোশাররফ হোসাইন ভূইয়া জানিয়েছেন, আগামীকাল সোমবার বিকেলে অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। তবে সেই মন্ত্রিসভায় নতুন কারা থাকছেন সে ব্যাপারে তিনি কিছু জানাননি। তবে সম্ভাব্য তালিকায় রয়েছেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রওশন এরশাদ, জিএম কাদের, মুজিবুল হক চুন্নু, জিয়া উদ্দীন বাবলু, রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট সালমা ইসলাম, জেপির আনোয়ার হোসেন মঞ্জু, তথ্যমন্ত্রী জাসদের সভাপতি হাসানুল হক ইনু, মঈনুদ্দীন খান বাদল।



ওই মন্ত্রিসভায় থাকছেন কি না জানতে চাইলে রাশেদ খান মেনন বলেন, ‘আশা করি, আগামীকালের মন্ত্রিসভায় যোগদান করছি।’ উল্লেখ্য, এর আগে সরকার মন্ত্রিসভা পুনর্গঠনের সময় মেননকে মন্ত্রিত্বের প্রস্তাব দিলে দলের আপত্তিতে তিনি তা প্রত্যাখ্যান করেন।



অপরদিকে মইনুদ্দিন খান বাদল বলেন, ‘এখনো আমাকে কিছু জানানো হয়নি। তবে আমন্ত্রণ পেলে সিদ্ধান্ত আছে, আমরা যাবো।’



মন্ত্রিসভায় যোগদানের ব্যাপারে জেপির আনোয়ার হোসেন মঞ্জুর কাছে জানতে চাইলে তিনি বাংলামেইলকে বলেন, ‘এ বিষয়ে আমি এখন পর্যন্ত কিছু জানি না। আমি অন্য কিছু ভাবছি।’



অপরদিকে দিকে জাতীয় পার্টি থেকে কে কে নতুন মন্ত্রিসভায় থাকছে এ বিষয়ে জানতে চাইলে দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় বাংলামেইলকে বলেন, ‘আপনারা টিভিতে যাদের নাম দেখেছেন আমিও তা-ই দেখেছি। যাদের নাম দেখেছেন তাদেরই জিজ্ঞেস করুন, সরকারের কাছ থেকে তারা কোনো ফোন বা দাওয়াত পেয়েছেন কি না। আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না। তবে আগামীকাল (সোমবার) পার্টির চেয়ারম্যান সংবাদ সম্মেলন ডেকেছেন সেখানেই সবকিছু পরিষ্কার হবে।’



এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির জিয়াউদ্দিন বাবলু টেলিফোনে বাংলামেইলকে বলেন, ‘এ ব্যাপারে আমি শুনেছি। তবে এখনও বিস্তারিত কিছু জানি না।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া