adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমাজনে এক বছরে ২৮ ভাগ বন উজাড় হয়েছে

image_54800_0ব্রাসিলিয়া: বিশ্ব ক্রমেই বন শূন্য হয়ে পড়ছে, দ্রুত হ্রাস পাচ্ছে আমাজনের রেইন ফরেস্ট৷ ২০১২ সালের আগস্ট থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ২৮ ভাগ বন উজাড় হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রাজিল সরকার৷


বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট ব্রাজিলের আমাজন হুমকির মুখে৷ গত বছর ব্রাজিলে একটি আইন করা হয় যেখানে বন বা অরণ্যের চেয়ে প্রাধান্য দেয়া হয় কৃষিকে৷ সেকারণেই হয়ত গত এক বছরে আমাজনে আশংকাজনক হারে কমছে অরণ্য – এমনটাই ধারণা পরিবেশবাদীদের৷


পরিবেশ মন্ত্রী ইসাবেলা তিজিরা এক সংবাদ সম্মেলনে বলেন, সম্প্রতি গবেষণায় দেখা গেছে আমাজনের পাঁচ হাজারর ৮৪৩ বর্গকিলোমিটার রেইট ফরেস্ট উজাড় হয়ে গেছে, যার আয়তন আমেরিকার ডেলাওয়ার রাজ্যের সমান৷ পরিবেশবিদদের অভিযোগ নাকচ করে দিয়ে মন্ত্রী বলেছেন, গত এক দশকে সরকারের পদক্ষেপের কারণেই বন উজাড়ের মাত্রা অনেক কমে গেছে, যা ইতিবাচক৷ তিনি আরো বলেন, সরকারের লক্ষ্য হলো আমাজনের অবৈধ বন উজাড় বন্ধ করা৷


সম্প্রতি স্যাটেলাইট থেকে তোলা ছবি থেকে এসব তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি৷ এজন্য আগামী সপ্তাহে জরুরি বৈঠক ডেকেছেন পরিবেশমন্ত্রী, যেখানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার ব্যাপারে আলোচনা করা হবে৷


আমাজনকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অরণ্য বলা হয় এ কারণে যে বৈশ্বিক উষ্ণতা রোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে৷ কেননা এই অরণ্য মানবসৃষ্ট কার্বন শোষণ করে সবচেয়ে বেশি৷ কেবল আমাজনের বন উজাড়ের কারণে ৭৫ ভাগ কার্বন নিঃসরণ বেড়ে গেছে ব্রাজিলে৷

গত বছর উজাড় হয়েছে ১,৫৭১ বর্গ কিলোমিটার বন৷সবচেয়ে বেশি বন উজাড় হয়েছিল ২০০৪ সালে ২৭,০০০ বর্গ কিলোমিটার৷


গ্রিনপিস আমাজনের ক্যাম্পেইনার পলো আদারিও বলেছেন, সরকার কৃষিকে প্রাধান্য দিয়ে যে আইন করেছে, তাতে যে এ পরিস্থিতির সৃষ্টি হবে তাতে আশ্চর্যের কিছু নেই৷ সরকার যে অবকাঠামোগত প্রকল্প হাতে নিয়েছে, তাতে বন উজাড় হবেই বলে মন্তব্য করেন তিনি৷ কেননা রাস্তা-ঘাট, রেল এবং বাঁধ তৈরির জন্য যেসব প্রকল্প করছে সরকার, তাতে বন উজাড় হবেই বলে জানান তিনি৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া