adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রুয়েটে শিবিরের মিছিলে পুলিশের গুলি, আহত ৩০

image_54688_0রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ভর্তি পরীক্ষা শেষে ছাত্রশিবিরের মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। শনিবার দুপুরে রুয়েটের ভর্তি পরীক্ষা শেষে শিবিরকর্মীরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ মিছিলে গুলি চালায়। এতে সাংবাদিক ও ভর্তিচ্ছুদের অভিভাবকসহ অšত্মত ৩০ জন আহত হয়েছেন।

আহতদের নগরীর বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রুয়েট’র প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের ডান পাশে ভর্তিচ্ছুদের উদ্দেশে শুভেচ্ছা মিছিল বের করে ছাত্রলীগ ও ছাত্রদল। এরপরই ফটকের বামপাশে রুয়েট শাখা ছাত্রশিবির মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর ২৫-৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

এতে স্থানীয় দৈনিক উপাচার পত্রিকার ফটো সাংবদিক শামীম হোসেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবক রংপুরের শাহাদত হোসেন, চুয়াডাঙ্গার আবুল কালাম, রফিুকুল ইসলাম গুলিবিদ্ধ হন। এ সময় আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী নাটোরের শওকত আহমেদ, খুলনার মিজানুর রহমান, ফরিদুপুরের ফারহানা আক্তার ও সেতুসহ অšত্মত ৩০ জন আহত হন।
 
রুয়েট শিবির সভাপতি আলমগীর হোসেন বলেন, “আমরা ভর্তিপরীক্ষা শেষে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানিয়ে মিছিলের প্রস্ততিকালে কোনো ধরনের উস্কানি ছাড়াই পুলিশ আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।”

এতে শিবিরের ১০ কর্মী আহত হয়েছে বলে তিনি দাবি করেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ নতুন বার্তাকে বলেন, “শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাঁকা ফায়ার করেছে।”

বর্তমানে রুয়েটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

রুয়েট ছাত্রকল্যান পরিচালক কামরুজ্জামান রিপন বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালে পুলিশ প্রশাসনের এ ধরনের আচরণ অনাকাংখিত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া