adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চোখের জলে বিদায় বললেন শচীন

73469_1মুম্বাই: আশঙ্কা সত্যি করে মধ্যাহ্নভোজের বিরতির আগেই শেষ হয়ে গেল ওয়াংখেড়ে টেস্ট। ভারতীয় স্পিনের সামনে আরও একবার নাস্তানাবুদ হয়ে ১৮৭ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।



আর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেল ২৪ বছরের ক্রিকেট নস্ট্যালজিয়ার। সাবেক হয়ে গেলেন শচীন রমেশ টেন্ডুলকার। তবে বিদায়বেলায় আবেগ চেপে রাখতে পারলেন না তিনি। চোখের জলে মাঠ ছাড়লেন ‘লিটল মাস্টার’। 



খেলা শেষ হতেই পুরো স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে অভিবাদন জানাল শচীনকে, পুরো ভারতীয় দল দিল অভিনব গার্ড অফ অনার। 



খেলা কি শেষ পর্যন্ত লাঞ্চ বিরতি পর্যন্ত গড়াবে? সকাল থেকে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ক্রিকেটপ্রেমীদের মনে। ওয়াংখেড়েতে শচীনকে দ্বিতীয়বার ব্যাট হাতে দেখার জন্য ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের দিকে তাকিয়ে ছিল আট থেকে আশির ক্রিকেটভক্ত। তবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের হাল দেখে লিটল মাস্টারকে ফের ব্যাট করতে দেখার আশা করছিলেন না প্রায় কেউই। ৩১৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে শুক্রবার বিকেলেই ব্যাকফুটে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ। স্কোরবোর্ডে ৪৩ রান ওঠার মধ্যেই অশ্বিন-ওঝার দাপটে প্যাভিলিয়েন ফিরে যান পাওয়েল, ডারেন ব্রাভো ও নাইটওয়াচম্যান টিনো বেস্ট। স্বমহিমায় ছিলেন না গেইলও। ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ছিল ২৭০ রানে। 



তবু আজ গেইল-চন্দ্রপলদের দিকেই তাকিয়ে আশায় বুক বাঁধছিল সবাই। যদি ওয়েস্ট ইন্ডিজ ভারতের রানের পাহাড় টপকে নিতে পারে দ্বিতীয় ইনিংসের লিড। কিন্তু সেই সম্ভাবনাকে অঙ্কুরেই বিনাশ করে সকালের খেলা শুরু হতেই একে একে প্যাভিলিয়েন ফিরে যান মার্লন স্যামুয়েলস, ক্রিস গেইল,শিবনারায়ণ চন্দ্রপল, নরসিংহ দিওনারায়ণরা। স্কোরবোর্ডে ৮৯ রান উঠেতে না উঠতেই ওয়েস্ট ইন্ডিজের অর্ধেকের বেশি দল ফিরে যায় প্যাভিলিয়েনে। একমাত্র রামদিন কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও তা যথেষ্ট ছিল না। 



প্রজ্ঞান ওঝা পাঁচটি, অশ্বিন চারটি ও সামি এক উইকেট নেন। ইনিংস ও ১২৬ রানে ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করে সিরিজ ২-০ ফলাফলে জেতে ভারত। রোহিত শর্মা ম্যান এফ দা সিরিজ ও প্রজ্ঞান ওঝা ম্যান অফ দা ম্যাচ হন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া