adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চবির ‘ডি’ ইউনিটের প্রশ্নপত্রে ভুল, উদ্বিগ্ন পরীক্ষার্থীরা

image_54752চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে সমাজবিজ্ঞান বিভাগের অধীনে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে গুরুতর কয়েকটি ভুল হয়েছে। এ কারণে পরীক্ষার ফলাফলে মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন তারা।



সমাজবিজ্ঞান অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের দায়িত্বে অবহেলার কারণে এমনটি হয়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবক ও পরীক্ষার্থীরা।



শনিবার সমাজবিজ্ঞান অনুষদের অধীনে (ডি ১, ২ ও ৩) ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়া হয়। চবি ক্যাম্পাস ছাড়াও চট্টগ্রাম নগরীর ৬টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।



প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, ‘ডি’ ইউনিটের ‘সেট-৩’ এর বাংলা প্রশ্নের ১১নং কোনো প্রশ্ন নেই। ওই সেটে ২১ নং এর প্রশ্ন রয়েছে দুটি। এতে করে পরীক্ষার হলে বিভান্তিতে পড়ে পরীক্ষার্থীরা।



এ সময় হল সমন্বয়কারীরা হলে দায়িত্বরত শিক্ষকদের কিছু নির্দেশনা দেন। এ সময় তারা জানান, প্রশ্নপত্রে যে দুটি ২১নং এর প্রশ্ন ছিল এর প্রথমটি প্রশ্নপত্রে না থাকা ১১নং প্রশ্ন হিসেবে গণ্য করা হবে। অপরদিকে পশ্নপত্রে থাকা দ্বিতীয় ২১নং প্রশ্নটি ২১নং প্রশ্ন হিসেবে ধরে নেয়া হবে।



শিক্ষার্থীদের অভিযোগ, এ নির্দেশনার পাওয়ার আগেই অনেকে প্রথম ২১নং প্রশ্নটিকে উত্তরপত্রে ২১নং প্রশ্ন হিসেবে বৃত্ত ভরাট করেছেন। অন্যদিকে ১১নং প্রশ্ন না থাকায় অনেকেই প্রশ্নের ক্রম সংশোধন করে উত্তরপত্রে ক্রমান্বয়ে বৃত্ত ভরাট করেছেন।

 

এছাড়াও ইংরেজি প্রশ্নপত্রের ‘সেট-১’ এর ১৩নং প্রশ্ন, ‘সেট-২’ এর ১নং এবং ‘সেট-৩’ এর ১০নং প্রশ্নে দুইটি একই উত্তর রয়েছে। এতে করে বিভ্রান্তিতে পড়ে পরীক্ষার্থীরা। অনেকে সঠিক উত্তর জানার পরও সংশয়ের কারণে বৃত্ত ভরাট করেনি।  



চট্টগ্রাম নগরীর প্রিমিয়ার ইউনির্ভাসিটিতে (ওয়াসা ক্যাম্পাস) পরীক্ষা দেয়া আলমগীর হোসেন নামের এক পরীক্ষার্থী বলেন, আমি হল শিক্ষকদের নির্দেশনা পাওয়ার আগেই বৃত্ত ভরাট করে ফেলি। কিন্তু পরে আমাদের বিষয়টি জানানো হয়। এ কারণে তার পরীক্ষার ফলাফলে প্রভাব পড়বে বলে উদ্বিগ্ন তিনি।



প্রশ্নপত্রে অসংগতির ব্যাপারে দৃষ্টি আকর্ষন করে যোগাযোগ করা হলে সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর হোসাইন কবির বলেন, শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমরা শিক্ষার্থীদের স্বার্থে বিষয়টি বিবেচনা করব।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া