adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আপোস করার সুযোগ নেই

5284d8856f623-Khaleda-Yusuf-Saadঢাকা: দাবি আদায়ে কোনোরকমভাবে আপোস করার সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের মেম্বারস লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

খালেদা জিয়া বলেন, ‘দাবি আদায়ে কোনোরকমভাবে আপোস করার সুযোগ নেই। আপোস করা মানে অন্যায় মেনে নেয়া।’

তিনি বলেন, ‘যে দাবি আমরা করেছি এটা আমাদের না, এটা আপনারা (আওয়ামী লীগ) করেছিলেন। আমরা আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে সংবিধানে সংযোজন করেছিলাম। এটা সংবিধান থেকে বাদ দিয়ে অন্যায় করেছেন। সেই বিষয়টাকেই আমরা সংবিধানে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই।’

সিনিয়র সাংবাদিকদের কাছ থেকে দীর্ঘ সময় বিভিন্ন বিষয়ে মতামত শোনার পর মাত্র তিন মিনিট কথা বলেন খালেদা জিয়া।

প্রথমেই খালেদা জিয়া বলেন, ‘আমি আজ এখানে কোনো বক্তব্য দিতে আসিনি। আমি আপনাদের কাছ থেকে মতামত শুনতে এসেছি। সম্পূর্ণ অনির্ধারিত এই অনুষ্ঠানে আমি আপনাদের কথা শুনলাম, অনেক কিছু জানলাম।’



তিনি বলেন, ‘আপনারা সবাই দেশকে ভালোবাসেন। আপনারা সবসময় দেশের জন্য মানুষের জন্য আমাকে পাশে পাবেন। পদ-পদবী বড় নয়। যখন প্রথম শুরু করি তখন পদবী বড় ছিল না। আমি গণতন্ত্রের জন্য কাজ করেছি।’



তিনি আরও বলেন, ‘সারা দেশের অবস্থা আপনাদের কাছ থেকে শুনলাম। জালিম অত্যাচারী সরকারের হাত থেকে দেশকে মুক্ত করা প্রয়োজন। আপনারা সাথে থাকলে এই অত্যাচারী সরকারকে বিদায় করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবো।’



প্রয়াত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘আজ তিনি আমাদের মাঝে নেই। এই দিনে আমাদের পাশে থাকলে তিনি অনেক পরামর্শ দিতে পারতেন।’

প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘যখনই কোনো সময় সমস্যা হয়েছে, তখনই আপনারা আমাদের জায়গা দিয়েছেন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ, সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, বিএফইউজের সভাপতি রুহুল আমীন গাজী, জ্যাব আহ্বায়ক খন্দকার মনিরুল আলম, সদস্য সচিব এলাহী নেওয়াজ খান সাজু, বিশিষ্ট কবি ও সাংবাদিক মাহমুদ শফিক, আলমগীর মহিউদ্দিন, এরশাদ মজুমদার, সৈয়দ মেজবাহ উদ্দিন, আমিরুল ইসলাম কাগজী, মোস্তফা কামাল মজুমদার, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বিএফইউজের সাবেক মহাসচিব এমএ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি আব্দুস শহিদ, সাংবাদিক মাহফুজুল্লাহ, মো. কামরুজ্জামান, এম আবদুল্লাহ প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া