adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত আরেকজন শচীনকে আর পাবে না: লারা

image_62207_0ঢাকা: খেলোয়াড়ী জীবনে প্রবল প্রতিপক্ষ হলেও মাঠের বাইরে তাদের হৃদ্যতা ছিলো প্রশ্নাতীত। ক্রিকেটের বরপুত্র হিসেবে খ্যাত ব্রায়ান লারা এবার প্রবল প্রতিপক্ষ এবং বন্ধু শচীন টেন্ডুলকারের প্রতি বিদায় বেলায় শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। তিনি শচীনকে একজন ক্ষণজন্মা ক্রিকেটার হিসেবে উল্লেখ করার পাশাপাশি দাবী করেন, ভারত আর কখনোই আরেকজন শচীনকে তৈরী করতে পারবে না।



এনডিটিভি’কে দেয়া সাক্ষাৎকারে লারা বলেন, ‘আমার বিশ্বাস; শচীন এই আবেগময় মুহূর্তেও নিজের উপর নিয়ন্ত্রণ রেখে সাবলিলভাবে ব্যাটিং করে যেতে পারবেন। তার জায়গায় আমি হলে নিজেকে সর্বোচ্চ নৈপূণ্য দেখানোর জন্য প্রস্তুত করতাম। এক্ষেত্রে কোন অতিরিক্ত চাপ নিতাম না কেননা আমাকে আর নতুন করে প্রমাণ করার কিছু নেই।’



তবে লারা এটাও উল্লেখ করেন, প্রায় ৩৫ হাজার পাড় ভক্তদের সমবেত শচীন শচীন চিৎকারের মধ্যে এই কিংবদন্তী তারকা কিভাবে ব্যাটিং করেন সেটা দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন তিনি। তিনি শচীনকে একজন সত্যিকারের মাস্টার ব্লাস্টার হিসেবে উল্লেখ করে ঘোষণা দেন আগামী ৫ বছরের মধ্যেও বিশ্বের কোন স্থানে আরেকজন শচীনের মতো সুপারস্টারকে ক্রিকেট বিশ্ব দেখবে না।'



লারা আরো বলেন, ‘শচীন যা অর্জন করেছে তা আর কোন ভারতীয়ই অর্জনের ক্ষমতা রাখেনা। কেবলমাত্র পরিসংখ্যান দিয়েই শচীনের মাহাত্ম পুরোপুরি উপলব্ধি করা সম্ভব নয়। ওয়ানডে ক্রিকেটে ভিরাট কোহলি কিছুটা ব্যতিক্রম কিন্তু এই খেলাটিতে কিছু খেলোয়াড় থাকে যাদের বিকল্প যুগে যুগেও খুঁজে পাওয়া যায় না শচীন তাদেরই একজন। আপনি যখনি ক্রিকেট নিয়ে কোন কথা বলবেন আমি শচীনকে নিয়ে বলবো।’



লারা শচীনকে ক্রিকেটের মাইকেল জর্ডান হিসেবেও উল্লেখ করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া