adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝরলো ৩ প্রাণ, পুড়লো ১৯ শরীর

image_54353_0ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টার হরতালে সারা দেশে বিক্ষিপ্ত সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন। আর এ সময়ে দুর্বৃত্তদের দেয়া আগুনে ঝলসে গেছেন কমপক্ষে ১৯ জন।

মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় একটি মিনিবাসে দুর্বৃত্তদের আগুনে ঝলসে যায় আটজনের শরীর। তাদের মধ্যে তিনজন শিক্ষার্থী ও একজন প্রতিবন্ধী।

সূত্র জানায়, বেলা দুইটায় যাত্রাবাড়ীর রায়েরবাগে গুলিস্তান-আদমজী রুটে চলাচলকারী কোমল পরিবহণের একটি যাত্রীবাহী মিনিবাসের পেছনের দিকে আগুন দেয় হরতালকারীরা। চলন্ত মিনিবাসটিতে মুহূর্তেই দাউ দাউ করে আগুন ধরে যায়। যাত্রীদের মধ্যে নামার জন্য তাড়াহুড়ো লেগে গেলে কেউ দরজা ও কেউ জানালা দিয়ে মিনিবাস থেকে লাফিয়ে পড়েন। তবে শেষরক্ষা হয়নি ওই আটজনের। আগুনে পুড়ে যান তারা।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তবে কাউকে আটক করা যায়নি।”
দগ্ধ আটজন হলেন: আবদুল হাই, রাবেয়া সুলতানা, আবদুল মান্নান, তারেক আহমেদ, মো. শুভ, আবু বক্কর সিদ্দিক, আবদুর রহিম ও আবুল কালাম আজাদ। তাদের শরীরের সর্বনিম্ন ৮ থেকে ৩৭ ভাগ পুড়ে গেছে। তাদের মধ্যে ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের রাবেয়া, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পরিবেশ প্রযুক্তি বিভাগের দ্বিতীয় বর্ষের তারেক এবং উত্তরার বিজিএমইএ ইউনিভার্সিটির বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র শুভ। আর মান্নান প্রতিবন্ধী।

রোববার দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে ১১ জনের শরীর। রাত ১০টার দিকে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে যাত্রীবাহী লেগুনায় পেট্রলবোমা ছুড়ে মারেন হরতালকারীরা। এতে লেগুনার যাত্রী মন্টু পাল (৩২), কামাল হোসেন (৩৫), মিন্টু দাশ (১৮), সাগর দাশ (১৮) ও মোক্তার কুমার (২৫) দগ্ধ হন। তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হন মোক্তারের ভাবি স্বপ্না মণ্ডল ও নিকটাত্মীয় সজীব।

আহত ব্যক্তিদের মধ্যে মন্টু, কামাল ও মোক্তার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। বাকিরাও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া