adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সরকারের অভ্যন্তরীণ ঋণ ৮৭৮৩২ কোটি টাকা

image_61789ঢাকা: বর্তমানে সরকারের নিট অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ৮৭ হাজার ৮৩২ কোটি টাকা বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার নবম জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

তিনি জানান, ক্ষমতাগ্রহণের পর থেকে বর্তমান আওয়ামী লীগ সরকার বিভিন্ন তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বাংলাদেশ ব্যাংক থেকে ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে মোট ২ লাখ ৩২ হাজার ৬৩০ কোটি টাকা ঋণ নিয়েছিল। এরমধ্যে ১ লাখ ৪৪ হাজার ৭৯৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বর্তমানে সরকারের নিট ঋণের পরিমাণ ৮৭ হাজার ৮৩২ কোটি টাকা।

সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে আরাফাত রহমান কোকোর সিঙ্গাপুরে পাচারকৃত মোট ২১ কোটি ৫৫ হাজার ৩৯৪ টাকা দেশে ফেরত আনা হয়েছে।

সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজামের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অনিয়মতান্ত্রিক বা জাল জালিয়াতির আশ্রয় নিয়ে সোনালী ব্যাংক লিমিটেড রূপসী বাংলা শাখা থেকে মেসার্স হলমার্ক গ্রুপসহ ছয়টি নামসর্বস্ব প্রতিষ্ঠান ৩ হাজার ৫৪৭ কোটি টাকা (ফান্ডেড ও নন ফান্ডেড) এবং বিসমিল্লাহ গ্রুপ ৫টি সরকারি ও বেসরকারি ব্যাংকের বিভিন্ন শাখা থেকে প্রায় ১ হাজার ২৫০ কোটি টাকা (ফান্ডেড ও নন ফান্ডেড) আত্মসাৎ করেছে।’

সংসদ সদস্য চয়ন ইসলামের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের আমলে গত ৫ সেপ্টেম্বরে বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ মজুদ ছিল ১৬ হাজার ৫২৮ দশমিক ২১ মিলিয়ন মার্কিন ডলার যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া