adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পিলখানা হত্যা মামলার নথি হাইকোর্টে

image_61785ঢাকা: পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্সের শুনানির জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়েছে।

রোববার বিকেলে তাই পিলখানা হত্যা মামলার নথি লাল কাগজে মুড়ে হাইকোর্টে পাঠানো হয়েছে।

আইনের বিধান অনুযায়ী নিম্ন আদালত কোনো আসামিকে মৃত্যুদণ্ড দিলে হাইকোর্ট ওই দণ্ডাদেশ বিষয়ে শুনানির পর তা বহাল রাখলেই কেবল ওই দণ্ড কার্যকর হবে। হাইকোর্টের এই শুনানি আইনি পরিভাষায় ‘ডেথ রেফারেন্স’ শুনানি হিসেবে খ্যাত।

৩৭১৬ পৃষ্ঠার রায়সহ প্রায় ৭৫ হাজার পৃষ্ঠার কাগজপত্রের ওই নথি মোট ৪২টি পৃথক পৃথক বান্ডিলে বেঁধে একটি মাইক্রোবাসে করে হাইকোর্টে নিয়ে যাওয়া হয়।

রোববার বিকেল সেয়া ৪টায় হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখা তা বুঝে নেয়।

রায় ঘোষণাকারী ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পেশকার আব্দুল করিমের নেতৃত্বে ৭ জন কর্মচারী ওই নথি নিয়ে যান।

৪২টি বান্ডিলের মধ্যে ১২টি বান্ডিল ছিল লাল কাগজে মোড়ানো এবং অপর বান্ডিলগুলো বাদামী কাগজে মোড়ানো।  

লাল কাগজে মোড়নো বান্ডিলগুলোর মধ্যে ৩৭১৬ পৃষ্ঠার রায় এবং বিচারিক আদালতে মামলার চার্জগঠন থেকে শুরু করে সব প্রকার আদেশ রয়েছে।

বাদামী কাগজের ২৩টি বান্ডিলের মধ্যে রয়েছে চার্জশিট, সাক্ষিদের জবানবন্দি, আসামিদের স্বীকারোক্তিমুলক জবানবন্দি, কেস ডকেট, খসড়া মানচিত্রসহ প্রভৃতি। অপর ৭টি বান্ডিলে মামলাটির চার্জশিট দাখিলের পূর্বে নিম্ন আদালতের সব কাগজপত্র।  

উল্লেখ্য, কোনো মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হলে ওই মামলার নথি হাইকোর্টে রায় ঘোষণার ৭ কার্যদিবসের মধ্যে পাঠানোর বিধান রয়েছে।

গত ৫ নভেম্বর মামলাটিতে রায় ঘোষণা করা হয়। সে অনুযায়ী রায় ঘোষণার পর ৪ কার্যদিবসের মধ্যে নথি হাইকোর্টে পাঠানো হলো।

রায়ে পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার দায়ে ১৫২ জনের ফাঁসির আদেশ দেন আদালত। একইসঙ্গে বিএনপির নেতা নাসির উদ্দিন পিন্টু ও স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৬১ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর ২৬০ জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেন আদালত। অন্যদিকে বেকসুর খালাস দেয়া হয় ২৭৭ জনকে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৩ জন পলাতক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া