adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল

image_61416_0ঢাকা: নির্দলীয় সরকারের দাবিতে দুই দফায় ৬০ ঘণ্টার হরতাল শেষে এবার ৭২ ঘণ্টার হরতাল আহ্বান করেছে ১৮ দলীয় জোট। আগামী রোববার থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত এ হরতাল আহ্বান করা হয়েছে।
শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলন থেকে হরতালের এ ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে বৃহস্পতিবার রাতে পরবর্তী করণীয় নির্ধারণে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বুধবার রাত নয়টায় বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৈঠকে ফের সোম, মঙ্গল ও বুধবার পর্যন্ত টানা ৬০ ঘণ্টার হরতাল কর্মসূচি দেয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয় বলে বৈঠক সূত্র জানিয়েছিল। কিন্তু জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে রোববার থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত ৭২ ঘণ্টা হরতাল পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘সরকার তথাকথিত সর্বদলীয় অধীনে নির্বাচন করতে চায়। কিন্তু এই দেশের জনগণ নির্দলীয় সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন মেনে নেবে না। সেই কারণে আমরা আবারো ১০, ১১ ও ১২ তারিখে (নভেম্বর) ৭২ ঘণ্টার হরতাল আহ্বান করছি।’
মির্জা ফখরুল বলেন, ‘সরকার সর্বদলীয় সরকারের কথা বলছে এবং জনগণের যে দাবি তা উপেক্ষা করে একতরফাভাবে নির্বাচনের পথে এগিয়ে চলেছে।’
তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সরকারের মেয়াদ শেষ হয়ে আসছে। সংসদের মেয়াদও শেষ হয়ে আসছে। কিন্তু সরকার মুখে ও বক্তৃতায় সমঝোতার কথা বললেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। তারা জনগণকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথা বলছে।’
তিনি আরও বলেন, ‘আজ ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে করেছি, বাংলাদেশের জনগণের প্রাণের দাবি এবং গণতান্ত্রীক অধিকার রক্ষা করার জন্য, তাদের ভোটের অধিকার রক্ষা করার জন্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই। আগামীতেও কঠোর কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। সেইজন্যই আমরা আলোচনার জন্য বার বার আহ্বান জানানো সত্ত্বেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তাই আমরা ইতোমধ্যে দুই দফা কর্মসূচি পালন করেছি। সেই কারণে আগামীতেও আবারো কঠোর কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এই দেশের জনগণ নির্দলীয় সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন মেনে নেবে না। সেই কারণে আমরা আবারো ১০, ১১ ও ১২ তারিখে ৭২ ঘণ্টার হরতাল আহ্বান করছি।’
তিনি অভিযোগ করেন, ‘ঢাকা মহানগরীতে মিছিল সভা সমাবেশ এমনকি মানববন্ধন করার অধিকার হরণ করা হয়েছে। এই সরকার একদিকে হত্যা, নিপীড়ন, নির্যাতন চালিয়ে জনগণকে স্তব্ধ করে রাখতে চায়, আন্দোলনকে স্তব্ধ করে রাখতে চায়। অন্যদিকে তথাকথিত সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়।’
১৮ দল হরতাল দিয়ে দাবি আদায় করতে পারবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অতীতে বাংলাদেশে যতো আন্দোলন হয়েছে, সবগুলোই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধর্মঘটের মাধ্যমে সফল হয়েছে।’
তিনি বলেন, ‘চিকিৎসা সেবা প্রদানকারী যানবাহন, অ্যাম্বুলেন্স, খাবারের দোকান, ডাক্তারদের যানবাহন, ওষুধের দোকান, সংবাদপ্রত্রের যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে।’

এর আগে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও পরবর্তী আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করতে ১৮ দলীয় জোটের মহাসচিবরা এ বৈঠকে বসেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. রেদোয়ান উল্লাহ সাহেদী, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, ইসলামী ঐক্যজোটের যুগ্ম-মহাসচিব মুফতি তৈয়ব, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, এনপিপি মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার, লেবার পার্টির হামদুল্লাহ আল মাহদী, কল্যাণ পার্টির মহাসচিব আবদুল মালেক চৌধুরী, ইসলামীক পার্টির মহাসটিব এমএ রশিদ প্রধান, মুসলীম লীগের ভারপ্রাপ্ত মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, পিপলস লীগের মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন, জমিয়তে উলামা ইসলামের মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, বিজেপির সালাউদ্দিন মতিন, ডিএলর যুগ্ম-সম্পাদক খোকন চন্দ্র দাস, ন্যাপ ভাসানীর মহাসচিব হাসরত খান ভাসানী।
উল্লেখ্য, নির্দলীয় সরকারের দাবিতে গত ২৬, ২৭ ও ২৮ অক্টোবর এবং চলতি মাসের ৪, ৫ ও ৬ নভেম্বর দেশব্যাপী টানা ১২০ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। গত বুধবার শেষ হয় দ্বিতীয় দফা টানা ৬০ ঘণ্টার হরতাল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া