adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিপাইনে আঘাত হানল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হাইয়ান’

image_61381ঢাকা: ফিলিপাইনের রাজধানী ও কেন্দ্রীয় দ্বীপ ম্যানিলায় শুক্রবার সকালে আঘাত হেনেছে এখন পর্যন্ত পৃথিবীর মাটিতে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হাইয়ান’।

২৫ লাখ মানুষ ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে। সকালে ঘূর্ণিঝড়টি প্রায় ১৯৫ থেকে ২৩৫ মাইল প্রতিঘণ্টা বেগে এবং ৪ থেকে ৫ মিটার পর্যন্ত সামুদ্রিক ঢেউ নিয়ে উপকূলে আঘাত হানে। এ ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং উপকূলবর্তী প্রায় ১০ হাজার মানুষ স্থানীয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড়টি ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম শহর কেবু এর পাশ ঘেঁষে চলে যেতে পারে, যেখানে প্রায় ২ দশমিক ৫ লাখ জনগণ বসবাস করে।

ঘণ্টাপ্রতি ১৯০ কিলোমিটারের চেয়ে বেশি গতিবেগের বাতাস এতটাই শক্তিশালী যে, তা যেকোনো আশ্রয়কেন্দ্রকেও উড়িয়ে নিয়ে যেতে সক্ষম, জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।

এছাড়াও জানা গেছে উপকূলের প্রায় ১০ লক্ষাধিক মানুষ ফিলিপাইনের বিভিন্ন প্রদেশে গিয়ে আশ্রয় নিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ স্থল এবং নৌ চলাচলসহ প্রায় ২০০টিরও বেশি বিমানের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। এছাড়াও স্কুল, কলেজ, অফিসসহ স্থানীয় সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। শুধু স্থানীয় হাসপাতাল এবং উদ্ধারকারীদের কার্যালয় খোলা রাখা হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড়টি শনিবার বিকেলে ফিলিপাইন থেকে সরে গিয়ে দক্ষিণ চীনের সমুদ্রের দিকে যেতে পারে এবং সেখানে আরো শক্তি অর্জন করে ভিয়েতনাম এবং চীনের উপকূলে আঘাত হানতে পারে।

উল্লেখ্য, পৃথিবীর ইতিহাসে এর আগে ১৯৬৯ সালে মিসিসিপিতে হ্যারিকেন ক্যামিলি নামে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানে। যার গতিবেগ ছিল ঘণ্টাপ্রতি প্রায় ১৯০ মাইল। এছাড়াও ফিলিপাইনে প্রতিবছর গড়ে প্রায় ২০টি ঘূর্ণিঝড় আঘাত হানে।



২০১১ সালে ঘূর্ণিঝড় ওয়াশির আঘাতে ফিলিপাইনে প্রায় ১২ হাজার মানুষ মারা যায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া