adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুবলীগ নেতা তৈয়ব আলীকে ঘিরেই রহস্য

image_61358_0ঢাকা: রাজধানীর মতিঝিলের সমবায় ব্যাংক ভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় খায়রুল আলম মোল্লা (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে হত্যার ঘটনা নিয়ে ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে।


নিহত খায়রুল যাত্রাবাড়ীর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং যাত্রাবাড়ী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক ছিলেন।


বিকেলে দুই ঘনিষ্ঠ সহকর্মীর সঙ্গে তিনি সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও যুবলীগ নেতা মহিউদ্দিন মাহির সঙ্গে দেখা করতে যান। মাহির অফিস থেকে বের হতেই সিঁড়িতে ধারালো অস্ত্র দিয়ে জখম করে তাকে হত্যা করেছে দুর্বত্তরা।


পুলিশ, স্বজন ও সহকর্মীরা বাংলামেইলকে বলছেন, ‘ঠিকাদারিসহ আর্থিক লেনদেন নিয়ে বিরোধ অথবা দলীয় অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ঘনিষ্ঠজনরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।’


তারা জানান, খায়রুলের সঙ্গে থাকা তৈয়ব আলী নামে এক যুবলীগ নেতাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে ঘিরেই হত্যার রহস্য ঘণীভুত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এদিকে খায়রুল হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত ও বিচার দাবিতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আগামীকাল শুক্রবার ধর্মঘট ডেকেছে।


সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ বাংলামেইলকে বলেন, ‘আগামিকাল সারাদিন ঢাকার প্রতিটি এলাকা এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে কোনো বাস চলবে না। আর গাবতলী ও মহাখালী টার্মিনালেও দুপুর দুইটা পর্যন্ত দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।’


খায়রুলের খুনিদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে বলেও জানান তিনি।  


নিহত খায়রুল আলমের বন্ধু ও মহানগর যুবলীগের সহ-সভাপতি আলী আকবর বাবুল বাংলামেইলকে বলেন, ‘আমরা তিনজন বিকেলে মতিঝিলের ৯/ডি সমবায় ব্যাংক ভবনে বাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহীর সঙ্গে দেখা করতে যাই। ৬টা ২৫ মিনিটের দিকে অফিস থেকে বের হয়ে নিচে নামার সময় দ্বিতীয় তলার সিঁড়ির মধ্যে চার যুবক খায়রুলকে আক্রমণ করে। আমি সামনে ছিলাম। সে ডেকে বলে – ‘আমাকে বাঁচাও। আমাকে ওরা ছুরি মেরেছে’।


তখন দুই যুবককে পিস্তলসহ নামতে দেখি। একই সঙ্গে আরও দুই যুবক সিঁড়ি দিয়ে দৌঁড়ে নামে।’


ঘটনার পর খায়রুলকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। সেখানে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আফসার উদ্দীন খান বলেন, ‘নিহতের তলপেটে আড়াআড়ি ভাবে কয়েকটি ছুরির আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।’


সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মহিউদ্দীন মাহি বাংলামেইলকে বলেন, ‘বিকেলে আমার অফিসে বাবুল ও খায়রুলের সঙ্গে ৭৫ নম্বর ওয়ার্ড যুবলীগ সাধারন সম্পাদক গোলাপবাগের তৈয়ব আলী ছিল। খায়রুলের ওপর হামলার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না।’


খায়রুলের গাড়িচালক আবুল কালাম বাংলামেইলকে জানান, বিকেল ৪টার দিকে মতিঝিলের ৯৯৪ নম্বর ইউনিয়ন অফিসে যান খায়রুল। তখন বাবুলও সঙ্গে ছিলেন। এরপর সমবায় ব্যাংকে যান সাড়ে ৪টার দিকে। ওই সময় মহিউদ্দিন মাহি অফিসে ছিলেন না। চার-পাঁচ মিনিট পর মহিউদ্দিন মাহি অফিসে আসেন।


১০ মিনিট পর ওই অফিস থেকে গাড়িচালক আবুল কালাম যখন বের হয়ে আসেন, তখন তৈয়ব আলীকে চার-পাঁচজনসহ ভেতরে ঢুকতে দেখেন।


হাসপাতালে খায়রুলের স্ত্রী শেফালী বেগম বিলাপ করে বলেন, ‘সকালে বাসা থেকে বের হওয়ার সময় বিষন্ন ছিলেন তিনি। বলছিলেন-আজ হিসাব নিকাশ আছে….।’


জানা গেছে, রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর ২৪৩/ নম্বর বাড়িতে পরিবার নিয়ে থাকতেন খায়রুল আলম মোল্লা। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।


পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আশরাফুজ্জামান বাংলামেইলকে বলেন, ‘পরিচিত কোন লোক এ হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা করা হচ্ছে। এর বেশি এখন কিছুই বলা যাচ্ছে না। আমরা তদন্ত শুরু করেছি।’


তদন্তের ব্যাপারে মতিঝিল থানার ওসি এ বি এম ফরমান আলী বলেন, ‘ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে তদন্ত করা হবে। আমরা এরই মধ্যে কারণ ও হত্যাকারী কারা হতে পারে সে ব্যাপারে তদন্ত শুরু করেছি।’


পুলিশ সূত্র জানায়, সমবায় ব্যাংক ভবনের সিঁড়িতে সিসিটিভি ক্যামেরা রয়েছে। তবে অন্ধকারের মধ্যে সেই ক্যামেরা ফুটেজে খুনিদের চেনা যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।


 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া