adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সপ্তাতে একদিন যৌন মিলন

Sex_thereport24 (2)ডেস্ক রিপোর্ট : দাম্পত্য সুখের প্রধান শর্ত যৌন মিলন। প্রচলিত এ ধারণাকে রীতিমত চ্যালেঞ্জ করল নতুন এক গবেষণা। সম্প্রতি মার্কিন দম্পতিদের নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে একদিন শারীরিক মিলনে অভ্যস্ত বাস্তবে তারা বেশি সুখী।
যদিও ঘন ঘন যৌনমিলনে সুখী হওয়ার সম্পর্ক রয়েছে। তবুও সপ্তাহে একবারের বেশি হওয়ায় উল্লেখযোগ্য কোনো সুফল নেই বলে মত গবেষকদের।
প্রধান গবেষক, সামাজিক মনোবিজ্ঞানী এবং ইউনিভার্সিটি অফ টরেন্টো-মিসিসাগা পোস্ট-ডক্টোরাল সহকর্মী এমি মুইজা বলেন, ‘আমাদের গবেষণায় দেখা যাচ্ছে যে, সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। কিন্তু এ জন্য প্রতিদিন যৌন মিলনের কোনো সম্পর্ক নেই।’
৩০ হাজার মার্কিন দম্পতির ওপর চার বছর ধরে করা এক গবেষণায় গেছে, সপ্তাহে গড়ে একবারের বেশি যৌন মিলনের সঙ্গে সুখী জীবনের কোনো সম্পর্ক নেই।
ইউনিভার্সিটি অব শিকাগোর করা এক গবেষণায় গবেষকরা ২৫ হাজার আমেরিকানদের (১১,২৮৫ পুরুষ, ১৪,২২৫ নারী) ওপর করা এক জরিপ পর্যালোচনা করা হয়।
দেখা গেছে, সপ্তাহে একাধিকবার যৌন মিলনে তেমন কোনো প্রভাব দেখা যায়নি।

গৎবাঁধা নিয়মে দেখা যায়, পুরুষ বেশি যৌনতা চায় এবং বয়স্করা চায় কম। এগুলো বিবেচনা করে দেখা যায় লিঙ্গ ও সম্পর্কের সময়কাল ভেদে গবেষণায় কোনো ভিন্নতা আসেনি।
মুইজা বলেন, ‘আমাদের গবেষণা নারী-পুরুষ, তরুণ-বয়স্ক এবং দম্পতিদের ওপর, যারা বিবাহিত কয়েক বছর বা দশক ধরে।’
সুখের জন্য অর্থের চেয়েও বেশি শক্তিশালী যৌনতা। এটা খুঁজে বের করতে ৩৩৫ জনের (১৩৮ পুরুষ, ১৯৭ নারী) ওপর এক অনলাইনে এক জরিপ করা হয়, যারা দীর্ঘদিন সম্পর্কে জড়িয়ে আছেন। ফলাফল প্রথম গবেষণার অনুরূপ।
মুইজা বলেন, ‘মানুষ মনে করে বেশি অর্থ আর বেশি যৌনতা মানেই বেশি সুখ। তবে এটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত সত্য।’
সুখী হওয়ার জন্য সপ্তাহিক গড় হিসাব করে কম বা বেশি যৌনমিলনের জন্য এই গবেষণা ইঙ্গিত করছে না বরং বলছে দম্পতিদের উচিত তাদের যৌন চাহিদা পূরণ হচ্ছে কিনা নিজেদের মধ্যে আলোচনা করা।
মুইজা উপদেশ দেন, ‘সঙ্গীর সঙ্গে যৌনমিলনের ওপর অতিরিক্ত চাপ না ফেলেই ঘনিষ্ঠতা বজার রাখা জরুরী।’
তবে এই গবেষণা শুধু রোমান্টিক সম্পর্ক রয়েছে তাদের জন্য প্রযোজ্য। ‘সিঙ্গেল’ বা অবিবাহিতদের সুখী জীবনের সঙ্গে বার বার যৌনমিলনের কোনো সম্পর্ক নেই।
সোশাল সাইকোলজিকাল এ্যান্ড পার্সোনালিটি সাইন্স নামক জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া