adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলেন রাজ্জাক

image_62235ঢাকা: ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত অ্যানেলি লিনডাল কেনির সঙ্গে বৈঠক করেছেন জামায়াতের আইনজীবী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক। এসময় তার সঙ্গে ছিলেন মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান আলী।

বুধবার সন্ধ্যা সোয়া ৬টা থেকে ৭টা পর্যন্ত গুলশানে সুইডিশ রাষ্ট্রদূতের বাসভবনে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।  

ওৈবঠক সূত্রে জানা গেছে, আলোচনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের বিষয়টি উঠে আসে।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাশেম আলীর কারাগারে আটক রয়েছেন।

তদন্ত সংস্থা মীর কাশেম আলীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগের ১৪ টি অভিযোগ এনেছে। অভিযোগে বলা হয়, ১৯৭১ সালে চট্টগ্রামের বিভিন্ন স্থানে হত্যা ও গণহত্যার সাথে জড়িত ছিলেন মীর কাশেম আলী। এতে আরো বলা হয়েছে, তার নেতৃত্বেই চট্টগ্রামের নাজিম হোটেলে নির্যাতন সেল বানানো হয়। চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে নিরীহ বাঙালিদের ধরে এনে এখানে নির্যাতনের পর হত্যা করা হতো। গত বছরের ১৭ জুন মীর কাশেম আলীকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

এদিকে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ভারতীয় হাইকমিশনরে বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া