adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে একসাথে ৪ সন্তানের জন্ম দিলো মা

news_imgডেস্ক রিপোর্ট : গর্ভবতী মায়ের ক্ষেত্রে একটি সন্তানের জন্ম দেয়াই স্বাভাবিক। সেেেত্র সংখ্যাটি একের জায়গায় সর্বোচ্চ দ্ইু হতে পারে। যাদের আমরা যমজ সন্তান বলে পরিচয় দেই। কিন্তু একসাথে একটি নয় দুটি নয়, ৪টি সন্তানের জন্ম দেয়া যেকোনো মায়ের জন্যই অস্বাভাবিক একটি বিষয়। এবার সেই কাজটিই স্বাভাবিকভাবে করলেন রংপুরের এক ‘মা’। ৪ সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এদের মধ্যে ৩টি মেয়ে ও ১টি ছেলে সন্তান।

বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপাচারের মাধ্যমে এই ৪ শিশুর জন্ম হয়।
হাসপাতালের চিকিতসক হাসিনা ফেরদৌসি বলেন, 'অস্ত্রোপাচারের মাধ্যমে এক সঙ্গে ৪টি সুস্থ সন্তান জন্ম নেয়ার ঘটনা বিরল।'

তিনি জানান, শিশুদের মাও সুস্থ রয়েছেন। জন্ম নেয়া ৪ সন্তানের মধ্যে প্রথম সন্তানের ওজন এক কেজি ৫০০ গ্রাম, দ্বিতীয় সন্তানের ওজন এক কেজি, তৃতীয় সন্তানের ওজন এক কেজি ৫০০ গ্রাম এবং ৪র্থ সন্তানের ওজন এক কেজি ৩০০ গ্রাম।

হাসপাতালের গাইনি ওয়ার্ডের চিকিতসক ডা.শাহী ফারজানা তাসমিন জানান, বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর পাগলাপীরের হাবিবুর রহমানের স্ত্রী হাফিজা বেগমকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের ভর্তির পর তার শারীরিক পরীা-নিরীার করে অস্ত্রোপাচারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়।'

এদিকে বিষয়টি বিরল হলেও এক সঙ্গে ৪ সন্তানের মা হওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে হাফিজা বেগম বলেন, ‘সবই আল্লার ইচ্ছা। আল্লাহ যেন ওদের সুস্থ রাখেন।’

অন্যদিকে সদ্যজাত শিশুদের নিবিড় পর্যবেণে রাখা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপ জানিয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া