adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শ্রমিক-পুলিশ সংঘর্ষ, শতাধিক আহত

image_62120_0ঢাকা: ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবড়ি ও সাভারের হেমায়েতপুরে শ্রমিকরা ফের বিক্ষোভ করেছে। এসময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান করে মিছিল করে এবং কয়েকটি কারখানায় হামলা করে ভাঙচুর চালায়। শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের সড়িয়ে দিতে ধাওয়া করে। এতে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যাপক রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে পুলিশসহ অন্তত শতাধিক শ্রমিক আহত হয়েছে।
 বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এখনো থেমে থেমে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে বলে জানা গেছে।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

সাভার: মজুরি বোর্ড প্রস্তাবিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে পোশাক শ্রমিক অসন্তোষের জের ধরে সাভারে পুলিশ-শ্রমিক সংঘর্ষ চলছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যাপক রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে পুলিশসহ অন্তত শতাধিক আহত হয়েছেন।
সকালে হেমায়েতপুর এলাকায় সংঘর্ষ শুরু হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ছাড়াও টিয়ার শেল ও বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ছোড়ে বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে হেমায়েতপুরের স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা ন্যূনতম মজুরির দাবিতে কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসে। পরে তারা পার্শ্ববর্তী অবনী নীট ও পর্দা কনজ্যুমারে হামলা চালিয়ে সেখানকার শ্রমিকদের তাদের সঙ্গে যোগ দিতে বাধ্য করে। এরপর শ্রমিকরা হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
গাজীপুর: সকাল থেকে কোনাবাড়ি এলাকার শ্রমিকরা ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করার দাবিতে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে তাদের সঙ্গে অন্য কারখানার শ্রমিকরা যোগদিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের কোনাবাড়ি এলাকার যমুনা কমপ্লেক্স, ফারিয়া নিট কম্পোজিট কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করার দাবিতে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে তাদের সঙ্গে অন্য কারখানার শ্রমিকরা যোগদিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে।
পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।
কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বাংলামেইলকে বলেন, ‘অপ্রীতিকর ঘটনারোধে কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া