adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার

bbank1439822802নিজস্ব প্রতিবেদক : বৈদেশিক মুদ্রার রিজার্ভের েেত্র নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। ২৬ বিলিয়ন (দুই হাজার ৬০০ কোটি) ডলারের ঘরও অতিক্রম করেছে বিদেশি মুদ্রার সঞ্চয়ন।
সোমবার বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ এ তথ্য জানিয়েছে।
সোমবার দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৬ দশমিক ০৩ বিলিয়ন ডলার। এই রিজার্ভ দিয়ে সাত মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
গত বছরের ১৮ আগস্ট রিজার্ভ ছিল ২২ দশমিক ০১ বিলিয়ন। এক বছরে রিজার্ভের পরিমাণ প্রায় ১৭ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সোমবার এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, সময়োপযোগী বিভিন্ন পদেেপর ফলে মার্কিন ডলারের বিপরীতে টাকার স্থিতিশীল বিনিময় হার বজায় আছে। বাংলাদেশ ব্যাংকের রপ্তানি সহায়তা তহবিলের (রপ্তানি উন্নয়ন তহবিল) পরিমাণ ও এর ব্যবহারের আওতা সম্প্রসারণ করায় এবং রপ্তানিকারকদের সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন প্রণোদনার ফলে রপ্তানি আয় বেড়েছে। প্রবাসী আয়ের সন্তোষজনক প্রবাহ অব্যাহত থাকা, বৈদেশিক সরাসরি বিনিয়োগ ও বেসরকারি খাত কর্তৃক বৈদেশিক উতস হতে অর্থায়ন গ্রহণের পরিমাণ বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার অন্তঃপ্রবাহ বেড়েছে।
 
এ ছাড়া, দেশের খাদ্য উতপাদন বৃদ্ধি পাওয়ায় এ খাতে আমদানির পরিমাণ হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক বাজারে খাদ্যদ্রব্য ও জ্বালানির দাম কমায় আমদানির পরিমাণ বৃদ্ধি পেলেও এসব পণ্যের মূল্য হ্রাসজনিত কারণে সার্বিকভাবে আমদানি ব্যয়ে সাশ্রয় হয়েছে। ফলে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধিতে তা সহায়ক ভূমিকা রেখেছে। তৈরি পোশাক শিল্পে ব্যাকওয়ার্ড লিংকেজে স্থানীয় কাঁচামালের উল্লেখযোগ্য যোগান দেয়া সম্ভব হওয়ায় বিদেশি উৎস হতে এ ধরনের পণ্যের আমদানি হ্রাস পেয়েছে।
 
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্স বৃদ্ধিও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে।
 
রিজার্ভ স্থিতি বিবেচনায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বর্তমানে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া