adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মৃত ছাত্রীর ৩ মাসের স্কুলের বকেয়া বেতন দাবি

1439462971ded-school-student-mtnews24আন্তর্জাতিক ডেস্ক : নির্মম ঘটনা! কন্যা মারা গেছে জানুয়ারিতে।  সন্তান-শোকে এখনো কাতর মা-বাবা।  এরই মধ্যে মৃত মেয়েটির স্কুল থেকে ফোন।  মা ফোন তুলতেই ওপার থেকে ম্যাডামের কণ্ঠস্বর, আপনার মেয়ের শেষ তিন মাসের স্কুলের ফি বকেয়া আছে।  তাড়াতাড়ি দিয়ে যাবেন।
বাহরিনের একটি ভারতীয় স্কুল কর্তৃপরে এরকমই অমানবিক মনোভাবের শিকার হলেন প্রবাসী ভারতীয় এক দম্পতি।
জন্মসূত্রে কেরলের বাসিন্দা সাইনি ফিলিপ জানান, তার মেয়ে
Indian School Bahrain (ISB)--এ পড়তো।  জানুয়ারি মাসে কঠিন অসুখে মৃত্যু হয় তাদের একমাত্র কন্যার।  

সন্তান-শোকে বিপর্যস্ত ওই দম্পতি স্কুলের অমানবিক আচরণে স্তম্ভিত। সাইনির স্বামী জোফি চেরিয়ানের কান্না মেশানো গলায় বলেন, আমার মেয়ে আর বেঁচে নেই, স্কুলকে জানুয়ারি মাসেই জানিয়েছিলাম।  তাও ওরা এপ্রিল পর্যন্ত মেয়ের স্কুল ফি বাবদ মোটা অঙ্ক ধার্য করেছে।  বলছে, আমাকে ফি মেটাতেই হবে।  মৃত সন্তানের স্কুল ফি দিতে হবে।

বিষয়টি গাল্ফ ডেলি নিউজে প্রকাশিত হতেই বিড়ম্বনায় পড়ে গেছে ওঝই। স্কুলের চেয়ারম্যান প্রিন্স নটরাজনের কথা, হয়তো ম্যানেজমেন্টের কোনো গাফিলতিতে ঘটনাটি ঘটেছে।  বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।  যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে মা-বাবার কাছে মা চাচ্ছি।  তথ্যসূত্র : এই সময়

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া