adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসির পাল্টা একটি সংস্থা গড়ার লক্ষ্যে ললিত মোদী

1439229594স্পোর্টস ডেস্কঃ বিস্ফোরক ললিত মোদী৷ আইসিসির পাল্টা বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা গড়ছেন, অসি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে ঘোষণা প্রাক্তন আইপিএল কমিশনারের৷ অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভূক্তির জন্য আন্দোলনের শরিক হবে এই সংস্থা, জানালেন মোদী৷

বিপুল অর্থ নয়ছয়ের অভিযোগে ফেরার৷ তবু, তাঁর নামে উত্তাল সংসদ৷ ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে ঝড়৷ এবার আরও বড় বোমা ফাটালেন তিনি৷ তিনি, ললিত মোদী৷ একেবারে আইসিসির সঙ্গে সম্মুখ সমরে নামার ব্লু-প্রিন্ট ছকছেন, নিজেই জানিয়েছেন প্রাক্তন আইপিএল কমিশনার৷ অস্ট্রেলিয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে মোদী জানিয়েছেন, আইসিসির পাল্টা একটি বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা গড়ার পরিকল্পনা করছি আমরা৷ অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভূক্তির জন্য আন্দোলনের শরিক হবে এই সংস্থা৷ পাশাপাশি, বিদেশে টেস্ট ও টি-২০ সিরিজও থাকবে তার আওতায়৷ যার নাম হতে পারে ‘ওয়ার্ল্ড অর্ডার’৷ আমরা সম্পূর্ণ অন্য একটি ক্রিকেট-সিস্টেমের কথা বলছি৷ এর ব্লু-প্রিন্টও প্রায় তৈরি৷ বিষয়টায় সিলমোহর দিয়েছি আমি৷

এই প্রকল্পের জন্য প্রয়োজন বিপুল অর্থের৷ তবে, সেটা জোগাড় করা কোনও সমস্যা হবে না, বলছেন আত্মবিশ্বাসী ললিত৷ ব্লু প্রিন্ট তৈরি হয়েছে বহুদিন ধরে, তবে, প্রকাশ্যে এল এতদিনে৷ আর, মোদীর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই ফের প্রশ্নের ভিড়৷ আইসিসি বনাম ওয়ার্ল্ড অর্ডার যুদ্ধের আড়ালে ফের কি শ্রীনিবাসন-ললিত মোদী দ্বৈরথ? মোদীর ঘোষণায় বিস্ময়ের ঘোর কাটছে না ক্রিকেটবিশ্বের৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া