adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মানবতার ম্যাচে রোববার মাঠে নামছেন তিন বাংলাদেশি

aminul islam pixশামীম হোসেন : ভূমিকম্প দুর্গত নেপালকে সাহায্য করার জন্য একটি প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করা হচ্ছে মালয়েশিয়ায়। রোববার কুয়ালালামপুরের অদূরে কিনরারা ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে নেপাল জাতীয় দলের বিপক্ষে মাঠে নামবে লঙ্কান কিংবদন্তি সনাথ জয়সুরিয়ার নেতৃতে বিশ্ব একাদশ। বিশ্ব একাদশের হয়ে খেলবেন তিন বাংলাদেশি ক্রিকেটারÑআমিনুল ইসলাম বুলবুল, আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজী।
ম্যাচ সম্পর্কে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক বুলবুল জানান, উপলক্ষটাই আগ্রহী করেছে তাকে। ‘গত মাসেই মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে প্রস্তাব পাই। মানবতার ডাকে সাড়া না দেওয়ার প্রশ্নই আসে না। মহত কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়ে ভালো লাগছে। আর নেপাল তো আইসিসির সহযোগী দেশ, দায়িত্বের ব্যাপারও আছে।’
এমন একটা উদ্যোগের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান ভাবছেন স্পিনার রাজ্জাক। দেশ ছাড়ার আগে তিনি বলেন, ‘এমন মহত কাজের সঙ্গে জড়িত হওয়ার সুযোগ সব সময় আসে না। সবচেয়ে বড় কথা, ক্রিকেট খেলে মানবতার সেবা করতে পারব। আমার জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারে না। বুলবুল ভাইয়ের সঙ্গে খেলব ভেবেও ভালো লাগছে। ঢাকা লিগে আমার প্রথম মৌসুমে বুলবুল ভাইয়ের সঙ্গে খেলেছিলাম।’
আর এ ম্যাচে সুযোগ পেয়ে সোহাগ গাজীও রোমাঞ্চিত। ‘এমন ম্যাচে সুযোগ পাওয়াই অনেক বড় ব্যাপার। সেটিও আবার হচ্ছে ভালো একটা কাজের জন্য। ভালো লাগছে। বুলবুল ভাই, জয়াসুরিয়াদের সঙ্গে খেলতে পারাটাও ভাগ্যের ব্যাপার।’
বিশ্ব একাদশ : সনৎ জয়সূরিয়া (শ্রীলংকা) (অধিনায়ক), মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া), স্টিভ ও’ক্যাফে (অস্ট্রেলিয়া), আমিনুল ইসলাম (বাংলাদেশ), আব্দুর রাজ্জাক (বাংলাদেশ), সোহাগ গাজী (বাংলাদেশ), ভেনুগোপাল রাও (ভারত), রশিদ লতিফ (পাকিস্তান), চেতন রামচন্দ্র (সিঙ্গাপুর), সুরেশ নবরতœ (মালয়েশিয়া), আহমাদ ফায়েজ (মালয়েশিয়া)।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া