adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থবিল ২০১৫ পাস

artho-bill-1-FM_thereport24নিজস্ব প্রতিবেদক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবের আলোকে রফতানিতে উৎসে কর হার ও শিক্ষায় ভ্যাট কমানো এবং মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতির সীমা ৩০ লাখ টাকা রেখে জাতীয় সংসদে অর্থবিল ২০১৫ পাস করা হয়েছে।
দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদের সংশোধিত প্রস্তাবাকারে বিলটি পাসের অনুরোধ করেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলের ওপর আনা সংশোধনী ও ছাঁটাই প্রস্তাবগুলো ভোটে দিলে অধিকাংশ প্রস্তাব নাকচ হয়ে যায়। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
অর্থমন্ত্রী সমাপনী বক্তব্যে বলেন, ‘আমার প্রস্তাবিত বাজেটের ওপর প্রধানমন্ত্রী যে সব বিষয়ে পরিবর্তন করার প্রস্তাব করেছেন সেগুলো অবশ্যই সংশোধন হবে।’
পরে প্রধানমন্ত্রীর সুপারিশগুলো গ্রহণ করে ‘সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধনে আনীত অর্থবিল-২০১৫’ সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের উপস্থিত ছিলেন।
এর আগে, ৪ জুন জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের জাতীয় বাজেটের সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই অর্থবিল উত্থাপন করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া