adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সাবধান, নিরাপদ নয় হোয়াটস অ্যাপ!

1434986989আন্তর্জাতিক ডেস্কঃ মোবাইল মেসেজিং অ্যাপ হিসাবে বিশ্বের সব থেকে বেশি লোক যে অ্যাপ ব্যবহার করেন তা হল হোয়াটসঅ্যাপ। কিন্তু সেটি ব্যবহার করা কি আদৌ নিরাপদ? সম্প্রতি ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন (EFF)-এর রিপোর্ট দেখলে আপনি শিউরে উঠতে পারেন। কারণ যতটা ভরসা করে আপনি চ্যাট করার সময় আপনার নানা ব্যক্তিগত তথ্য সেখানে লেখেন তা আদপেও নিরাপদ নয়। বরং সেই সব তথ্য যেকোনো মুহূর্তে তা চলে যেতে পারে অন্য কারো হাতে। সম্প্রতি EFF যে রিপোর্ট দাখিল করেছে তা মোটেই ব্যবহারকারীদের পক্ষে সুখকর নয়। এর পাঁচটি মাপকাঠির চারটিতেই উতরোতে পারেনি হোয়াটসঅ্যাপ। কী সেই মাপকাঠি? এখানে ডেটা সুরক্ষা থেকে তথ্য নিজেদের কাছে জমা রাখা বা কোনও দেশের সরকার যদি হোয়াটসঅ্যাপের কাছে কোনো ব্যবহারকারীর ডেটা চেয়ে পাঠায় সে ক্ষেত্রে বা ব্যবহারকারীদের জানানো ইত্যাদি বিষয়গুলোর উপর নজর দেয়া হয়। দেখা গেছে এই পাঁচটির মধ্যে চারটিতেই ডাহা ফেল হোয়াটসঅ্যাপ। যে সব সংস্থা এই সব মাপকাঠিতে সব বিষয়ে পাস করেছে সেগুলি হল, অ্যাপল, ড্রপবক্স, অ্যাডোব, ইয়াহু, ওয়ার্ল্ড প্রেস, উইকিমিডিয়া ইত্যাদি। হোয়াটসঅ্যাপের মতো ভেরিজন এবং AT&T সফ্টওয়্যার সংস্থারও একই অবস্থা। এ সব দেখার পর আপনি যদি হোয়াটসঅ্যাপ আনইনস্টল করার কথা ভেবে ফেলেন তা হলে আশ্চর্য হবেন না। কারণ রিপোর্ট প্রকাশ্যে আসার পর বেশ কয়েক লাখ ব্যবহারকারী ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপকে বিদায় জানিয়েছেন।
সূত্র- ডেলি নয়াদিগন্ত

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া