adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী উদ্যোক্তাদের জন্যে ৯ মিলিয়ন ডলারের ফান্ড চালু

ATIUনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ‘নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণে বিনা সুদে ৯ মিলিয়ন ডলারের ফান্ড চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এডিবির সহায়তায় এ ফান্ড থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করতে পারবে।’

তিনি বলেন, ‘তৃতীয় লিঙ্গের উন্নয়নে অগ্রাধিকার দেবে বিবি। এর জন্য ফান্ডও গঠন করছে বাংলাদেশ ব্যাংক।’ 
মঙ্গলবার সকাল পৌনে ১১টায় রাজধানীর হোটেল রেডিসনের উৎসব ব্যাংকুয়েট হলে আইডিএলসি’র উদ্যোগে আইডিএলসি নারী উদ্যোক্তা পূর্ণতা ঋণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, ‘স্ব-প্রণোদিত কাজ না করার কারণে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে। সম্প্রতি নারীদের সন্ধ্যা ৬টার পর অফিসে থাকা, মাতৃত্বকালীন ৬ মাস ছুটি বাস্তবায়নে কঠোর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।’
এসময় গভর্নর বলেন, ‘দেশে ১৬ কোটি মানুষের মধ্যে অর্ধেকেরও বেশি নারী। নারীদের অবদানের সব হিসাব আসেনা। নারীদের অর্থনৈতিকভাবে এগিয়ে নেয়ার জন্য বাংলাদেশ ব্যাংক ২০০৯ সাল থেকে কাজ করছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিটি শাখায় ৩ জন নারীকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। এবং প্রতিটি শাখাতে ১ জন নারী উদ্যোক্তাকে ঋণ দিতে হবে।’

লিখিত বক্তব্যে গভর্নর বলেন, ‘গত বছর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রায় ৪৩ হাজার নারী উদ্যোক্তাকে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে, যা ছিল আগের বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি। এ বছর এসএমই ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৫ হাজার কোটি টাকা, যার মধ্যে প্রথম ৩ মাসে ২৫ শতাংশ বিতরণ করা হয়েছে। ৩ মাসে ৮০ হাজার নারী উদ্যোক্তাকে প্রায় ৯শ’ কোটি টাকা এসএমই ঋণ দেয়া হয়েছে। গত ৫ বছরে ২ লক্ষ ১২ হাজার নারী উদ্যোক্তাকে ১৪ হাজার কোটি টাকার বেশি ঋণ দেয়া হয়েছে।’ 

আতিউর রহমান আরো বলেন, ‘পুনঃঅর্থায়ন সুবিধাভোগী নারী উদ্যোক্তাদের সংখ্যাও প্রতিবছর বাড়ছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত ৪৭ হাজার উদ্যোক্তাকে ৫ হাজার ৬শ’ ৬৫ কোটি টাকা পুনঃঅর্থায়ন করা হয়েছে। যার মধ্যে ১১ হাজার ৬শ’ নারী উদ্যোক্তার বিপরীতে পুনঃঅর্থায়ন করা হয়েছে ১হাজার ৪২ কোটি টাকা।’
অনুষ্ঠানে আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর.এফ হুসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরাসহ বিভিন্ন জেলা থেকে আসা নারী উদ্যোক্তা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া