adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সৌদিতে হুতিদের মর্টার শেলের আঘাতে ২ বাংলাদেশি নিহত

comilla51431354292ডেস্ক রিপোর্ট : সৌদি আরবে ইয়েমেনি হুতি বিদ্রোহীদের মর্টার শেলের আঘাতে দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন।
 
সৌদি আরবের দক্ষিণ-পূর্ব এলাকার নাজরান প্রদেশে একটি কোম্পানিতে কর্মরত অবস্থায় তাদের ওপর শেল এসে পড়লে ঘটনাস্থলেই এ দুই বাংলাদেশির মৃত্যু হয়। ইয়েমেন সীমান্ত থেকে নাজরানের দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার। 
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, গত ৫ ও ৬ মে এ দুই বাংলাদেশির মৃত্যু হয়।
 
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের একজন হচ্ছেন কুমিল্লার বরুড়া থানার বটেশ্বর গ্রামের মফিজের ছেলে মিজানুর রহমান। অন্যজন বরগুনা জেলার পাথরঘাটা থানার লিমুয়া গ্রামের আবদুল আজিজের ছেলে আবদুল জলিল।

নিহতদের লাশ নাজরানের কিং খালেদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ শিগগিরই দেশে আনার লক্ষ্যে জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেলের একজন প্রতিনিধি  কাজ করছেন। এ ছাড়া কোম্পানির কাছ থেকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ আদায়ের চেষ্টাও করছেন এই প্রতিনিধি।
 
আট বছর আগে সৌদি আরব যান মিজান। মিজান আট ভাইবোনের মধ্যে সবার বড়। তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। একমাত্র উপার্জনকারী মিজানুর রহমানকে হারিয়ে পরিবারের সদস্যরা মুষড়ে পড়েছেন। তার পরিবারে এখন মাতম চলছে।
অপর নিহত বাংলাদেশি জলিল সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া