adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষা শুরু হচ্ছে আজ

Students sitting A-level examsনিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মে-জুন সেশনের ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা। এক মাসের বেশি সময় ধরে চলা এই পরীক্ষা ইংলিশ ল্যাঙ্গুয়েজ (রাইটিং) এবং ‘এ’ লেভেল পরীক্ষায় বায়োলজি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে।
প্রথম দিন ‘ও’ লেভেল পরীক্ষা শুরু হবে রাজধানীর বারিধারায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে সকাল সাড়ে ১০টায়।
‘এ’ লেভেল পরীক্ষা শুরু হবে একই সময়ে ধানমন্ডি তিন নম্বরে অবস্থিত ম্যারিয়ট কনভেনশন সেন্টারে।
এ বছর বাংলাদেশে ‘ও’ লেভেল আর ‘এ’ লেভেলে আনুমানিক সাড়ে ১০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের মধ্যে প্রাইভেট পরীক্ষার্থীও রয়েছে। ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা শেষ হবে ১১ জুন।
ব্রিটিশ কাউন্সিল সূত্রে জানা গেছে, বাংলাদেশে ইংরেজি মাধ্যমের পরীক্ষাগুলো হয়ে থাকে দু’টি আন্তর্জাতিক বোর্ডের অধীনে। যে কোনো পরীক্ষা বেধে দেয়া সময়ের মধ্যে শেষ করার ব্যাপারে বোর্ডগুলোর নির্দেশনা রয়েছে।
সাধারণত ক্যামব্রিজ বোর্ডের অধীনে সকালের পরীক্ষাগুলো বেলা সাড়ে ১০টা থেকে এবং বিকালের পরীক্ষাগুলো বিকাল ৩টা থেকে শুরু হয়। এ ছাড়া এডেক্সেল বোর্ডের অধীনে পরীক্ষাগুলো দুপুর ২টা এবং সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে থাকে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া