adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জগন্নাথে ছাত্রলীগ নেতা বহিষ্কার, বাধ্যতামূলক ছুটিতে শিক্ষক

জগন্নাথে ছাত্রলীগ নেতা বহিষ্কার, বাধ্যতামূলক ছুটিতে শিক্ষকডেস্ক রিপোর্ট : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষিকাকে লাঞ্ছিত করায় ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতাকে রোববার সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একই বিভাগের শিক্ষক সাখাওয়াত হোসেনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে প্রশাসন।

এদিকে শিক্ষিকাকে লাঞ্ছিত করায় ছাত্রলীগের এক নেতাকে স্থায়ী বহিষ্কারের দাবিতে  সোমবার ক্যাম্পাসে পৃথক ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সাধারণ শিক্ষার্থীরা। একইসঙ্গে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে হিসাববিজ্ঞান বিভাগের ওই শিক্ষকের অপসারণ দাবি করেছেন আন্দোলনকারীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের সামনে লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষিকার সঙ্গে শাখা ছাত্রলীগের সহসম্পাদক আরজ মিয়ার ধাক্কা লাগে। এ নিয়ে ওই শিক্ষিকা ও আরজের মধ্যে বাগ্বিত-া হয়। একপর্যায়ে শিক্ষিকাকে লাঞ্ছিত করেন আরজ। এ ঘটনায় রোববার আরজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িক বহিষ্কার করে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একই বিভাগের শিক্ষক সাখাওয়াত হোসেনকে গতকাল রোববার বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে প্রশাসন। এর আগে গত বৃহস্পতিবার উপাচার্য মীজানুর রহমানের কাছে লিখিত অভিযোগ করেছিলেন এই ছাত্রী।

সোমবার এর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করলেও বাধা দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাই ৪৮ ঘণ্টার মধ্যে আরজকে স্থায়ী বহিষ্কার করতে হবে। অন্যথায় ক্যাম্পাসে ধর্মঘটসহ বড় ধরনের কর্মসূচির হুমকি দেন শিক্ষার্থীরা।

পুলিশের হাত থেকে আরজকে ছিনিয়ে নেওয়া ও শিক্ষার্থীদের মিছিলে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। তিনি দাবি করেন, আরজ নামে ছাত্রলীগের কোনো কর্মী নেই। তবে আরজ পুলিশের হাত থেকে পালিয়েছেন বলে জানতে পেরেছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ৈর রেজিস্ট্রার ওহিদুজ্জামান বলেন, ‘সার্বিক পরিস্থিতি বুঝে শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তে প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে আরজকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া