adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কাতার এয়ারওয়েজ ভবনের আগুন নিয়ন্ত্রণে

image_61951_0ঢাকা: রাজধানীর গুলশান-১ এল‍াকায় অবস্থিত কাতার এয়ারওয়েজ ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক রফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, হেড কোয়ার্টার, বারিধারা ও রমনা ইউননিটের সাতটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা কাঁচ ভেঙে ভবনের ভেতরে ঢুকে ধোয়া সরানোর চেষ্টা করছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তার ধারণা।

এর আগে সোমবার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে প্রথমে ৩টি পরে আরও ২টি ‌ইউনিট পাঠানো হয়। 

ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ কাজের নেতৃত্বে দেন ফায়ার সার্ভিসের ঊধ্বর্তন কর্মকর্তারা। 

কাতার এয়ারওয়েজ কর্পোরেট সেলসের ম্যানেজ‍ার বকশী মোহাম্মদ তৈয়ব জানান, ওই ভবনের গ্যালাক্সি ট্রাভেল এজেন্ট থেকে সৃষ্ট আগুন ভবনে ছড়িয়ে পড়ে। 



গ্যালাক্সি গ্রুপের এমডি আহমেদ ইউসুফ ওয়ালী পুড়ে যাওয়া ৫ম তলা পরিদর্শন শেষে বলেন, ওই তলার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি জানাতে পারবেন না। এতে বাধ্যবাধকতা রয়েছে। 

ঘটনাস্থলে থাকা বাংলানিউজের স্ট‍াফ ফটো করেসপন্ডেন্ট জাহিদ‍ুল ইসলাম। তিনি জানান, ভবনের ৫ম তলায় দাউ দাউ আগুন জ্বলে ওঠে। এতে পুরো এলাকা ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। ফলে দমকল কর্মীরা কাজ করতে অসুবিধার সন্মুখীন হন।

তিনি আরও জানান, দমকল কর্মীরা ল্যাডারের মাধ্যমে ৫ম তলায় পানি দিতে গিয়ে প্রচণ্ড ধোয়ার কারণে সমস্যায় পড়েন। 

এদিকে, ওই ভবনে কাতার এয়ারওয়েজ ছাড়াও সিল্কি ওয়েজ গ্রুপের কর্পোরেট অফিস, ব্যাংকক এয়ারওয়েজের অফিস, মালদিভিয়ান এয়ারওয়েজের অফিস এবং আইডিএলসি ফাইন্যান্স শাখার অফিস রয়েছে বলে জানা গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া