adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

উনাদের কপাল ভালো আমি স্বরাষ্ট্রমন্ত্রী না

828-e1404131990405ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, উনাদের কপাল ভালো আমি স্বরাষ্ট্রমন্ত্রী নই। যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতাম তাহলে উনারা বুঝতেন কত ধানে কত চাল।’

স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভদ্র মানুষ সম্বোধন করে শামীম ওসমান বলেন, ‘যে দেশে বেগম জিয়ার মতো নেত্রী রয়েছেন সেদেশে স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে থেকে রাষ্ট্র পরিচালনা করা খুবই কঠিন ব্যাপার।’

রোববার দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ লাইনে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড.খন্দকার মহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, পুলিশের উপ-মহা পরিচালক(ঢাকা রেঞ্জ) এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা।

সুধী সমাবেশে শামীম ওসমান বলেন, ‘বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একজন অত্যন্ত ভদ্র মানুষ। এখন পর্যন্ত উনার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ তুলতে পারেন নি। যে দেশে খালেদা জিয়ার মত নেত্রী রয়েছেন, যার নির্দেশে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে, যার নির্দেশে রাস্তায় পুলিশের অস্ত্র কেড়ে পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়, বিজিবির অস্ত্র কেড়ে নিয়ে বিজিবিকে গুলি করে হত্যা করা হয়, সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে দেশ চালানো অনেক কঠিন ব্যাপার। কতটা ধৈর্য্য ধরলে পুলিশ অস্ত্র হাতে রেখে সহ্য করে। অথচ বাংলাদেশের পুলিশ ও বিজিবি যদি চাইতো তাহলে ওই সকল সন্ত্রাসীদের ১০ মিনিটের মধ্যে ঘর থেকে গুলি করে এনে হত্যা করতে পারতো। উনাদের কপাল ভাল আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতাম তাহলে উনারা বুঝতেন কত ধানে কত চাল।’

ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনকে বানচাল করার চেষ্টা হচ্ছে মন্তব্য করে শামীম ওসমান বলেন, ‘দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তারা সিটি করপোরেশনের নির্বাচন বানচাল করতে চায়। যারা খালেদা জিয়াকে ক্ষমতায় বসাতে চেয়েছিল সেসব বিদেশি বন্ধু এখন বলছে লেভেল প্লেইং ফিল্ড চাই। তাদের মধ্যে কিছু সুশীল আছে যারা চেহারায় স্লো পাউডার মাখেন। লেভেল প্লেইং ফিল্ড মানে সমান গণতন্ত্র চর্চা। যারা গণতন্ত্র মানে না, যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে, যারা বঙ্গবন্ধুকে হত্যা করে তারা একাত্তরের নাজায়েজ সন্তান। তাদের সাথে কোনো গণতন্ত্র চর্চা করা যায় না।’

শামীম ওসমান আরো বলেন, বার্ন ইউনিটে পুড়ে যাওয়া মানুষকে দেখতে গিয়ে শেখ হাসিনার চোখে পানি চলে এসেছিল। যারা শেখ হাসিনার চোখের পানিকে দুর্বলতা ভাবছেন তারা ভুল করছেন। চোখের পানি যখন অগ্নি লাভায় পরিণত হবে তখন তারা বাঁচতে পারবে না।’

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে শামীম ওসমান বলেন, জাঙ্গিরা এখনও তৎপর রয়েছে। সারাদেশে যত জঙ্গি গ্রেপ্তার করা হয়েছে তাদের বেশির ভাগই নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছে। তবে তারা কেউ নারায়ণগঞ্জের নয়। অন্য জায়গা থেকে তারা নারায়ণগঞ্জে এসে ঘাঁটি বেঁধে ছিল। কারণ তাদের প্ল্যান হচ্ছে হিট অ্যান্ড রান। তারা রাজধানীতে আঘাত করতে চায়। তাই তারা রাজধানীর পাশের জেলায় অবস্থান করছে। তাদের বিষয়ে পুলিশ প্রশাসনকে আরও বেশি সজাগ থাকতে হবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া