adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরাকে ১০ চিকিৎসককে হত্যা করেছে আইএস

news_imgআন্তর্জাতিক ডেস্ক: ইরাকের দক্ষিণাঞ্চলে ১০ জন চিকিৎসককে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। বৃহস্পতিবার এ হত্যাকাণ্ড চালানো হয়।

বার্তা সংস্থা প্রেসটিভি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

স্থানীয়রা বলছে, দেশটির মসুল শহর থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত হাম্মাম আল-আলি এলাকায় ওই হত্যাকাণ্ড চালানো হয়। 

হামিদ আল-আজাউই নামে স্থানীয় এক কর্মকর্তা বলেন, মসুল একটি বিরাট কারাগার। এখানকার অধিবাসীরা আইএস’র হাতে নানাভাবে নির্যাতিত হয়ে আসছে। তিনি আরও বলেন, কিছুসংখ্যক বিদ্ব্যান ব্যক্তি আইএস’র স্বার্থে ধর্মীয় নীতিরও বিরোধীতা করছে।

আনবার প্রদেশের প্রাদেশিক কাউন্সিলর ফারহান মোহাম্মদ বলেন, ১০ চিকিৎসককে হত্যার পাশাপাশি আইএস ১০ জন সাধারণ নাগরিককে অপহরণ করেছে। তবে অপহৃতরা কেমন আছে তা জানা যায়নি।

প্রসঙ্গত, ২০১৪ সালের জুন থেকে আইএস ইরাকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। তারা ইরাক ও সিরিয়ার একটি বিশাল এলাকা নিজেদের দখলে নিয়েছে। সেখানে তারা ইসলামিক খিলাফত গঠনেরও ঘোষণা দিয়েছে। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া