adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বকাপে রেকর্ড গড়া জয় অস্ট্রেলিয়ার

England v Australia - 2015 ICC Cricket World Cupক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানকে বিধ্বস্ত করে ম্যাচ জয়ের পাশাপাশি বিশ্বকাপে দুটি রেকর্ডও গড়লো অস্ট্রেলিয়া। প্রথমটি, ব্যাট হাতে ছয় উইকেটে ৪১৭ রান। যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংস। দ্বিতীয়টি, দিন শেষে আফগানিস্তানকে ২৭৫ রানে হারানো। বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড এটি। আর ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ। বিশ্বকাপে এর আগে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড ছিল ভারতের। তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কদিন আগে ২৫৭ রানে জয় পেয়েছিলো। আর ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ডটি নিউজিল্যান্ডের। ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৯০ রানে জয় পেয়েছিলো তারা।
বুধবার পার্থে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পথ প্রায় পরিস্কার করে রাখল অসি শিবির। চার ম্যাচে তাদের পয়েন্ট পাঁচ, তালিকায় অবস্থান তৃতীয়। টস জিতে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ৪১৭ রান করে অস্ট্রেলিয়া। জবাবে আফগানিস্তান ৩৭.৩ ওভারে গুটিয়ে যায় ১৪২ রানে। ২৭৫ রানের রেকর্ড গড়া জয়ে তৃপ্তির হাসি ক্লার্ক শিবিরে। ১৩৩ বলে ১৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলা অসি ওপেনার ডেভিড ওয়ার্নার জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।
জয়ের জন্য পাহাড়সম ৪১৮ রানের লক্ষ্যে মাঠে নামে আফগান দল। অস্ট্রেলিয়ান পেসারদের দাপটে ম্লান হয়ে যায় মোহাম্মদ নবীর দল। ৯৪ রানে পাঁচ উইকেট খোয়ানো আফগানরা শেষ পর্যন্ত আর ঘুঁড়ে দাড়াতে পারেনি। একমাত্র নওরোজ মঙ্গল করেছেন ৩৫ বলে ৩৩ রানের লড়াকু ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ রান নাজিবুল্লাহ জাদরানের (২৪)। বাকিরা ২০ এর কোটাই পার হতে পারেননি।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া