adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চলছে বিএনপির বর্ধিত হরতাল

Hartalsm_banglanews24_163483480নিজস্ব প্রতিবেদক : গত তিন সপ্তাহের মতো দেশব্যাপী বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের বর্ধিত ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। 
মঙ্গলবার (২৪ ফেব্র“য়ারি) দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চলতি সপ্তাহে দ্বিতীয় দফায় হরতাল বাড়ানোর কথা জানানো হয়। 
এর ফলে গত রোববার থেকে শুরু হওয়া টানা ৭২ ঘণ্টার হরতাল বুধবার ভোর ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও এবার তা শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে। গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে লাগাতার অবরোধ চালিয়ে আসা বিএনপি ও শরিকরা ফেব্র“য়ারির শুরু থেকেই সাপ্তাহিক ছুটির দুই দিন বাদে প্রতিদিনই হরতাল করে আসছে।
গত তিন সপ্তাহেই প্রথমে রবি থেকে বুধবার ৭২ ঘণ্টার হরতাল ডেকে বিবৃতি পাঠানো হয়, যা পরে বাড়িয়ে বৃহস্পতিবারও হরতালের ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন, দেশব্যাপী নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা ও নির্যাতন, নেতা-কর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি চলছে। 
একই সঙ্গে ২৬ ফেব্র“য়ারি বৃহস্পতিবার দেশের সব জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া