adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘সামাজিক ব্যবসা বলতে কিছু নেই’

full_1215859334_1423683197নিজস্ব প্রতিবেদক: অর্থের বিনিময়ে সেবা দিয়ে সেটাকে সামাজিক ব্যবসা বলা সঠিক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বুধবার রাজধানীতে একদল তরুণ-তরুণীর সঙ্গে মতবিনিময়ে সামাজিক ব্যবসার প্রসঙ্গ এলে এ অভিমত দেন তিনি।

শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, কর্মসংস্থান, তথ্য প্রযুক্তিসহ নানা ক্ষেত্রে সেবাধর্মী কাজে নিয়োজিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ‘পলিসি ক্যাফে’ নামে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জয়।

সজীব ওয়াজেদ জয় বলেন, সামাজিক কাজে সরকারের প্রচুর ফান্ড আছে, যেটা আপনারা পেতে পারেন। সিআরআই এই সব ফান্ড পেতে সহযোগিতা করবে। তা ছাড়া যেটা আপনারা ব্যবসার ক্ষেত্রে করছেন। খোলাখুলি কথা, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, সোস্যাল বিজনেস বলে কোনো বিজনেস নাই। বিজনেস হচ্ছে বিজনেস। সোস্যাল হচ্ছে সোস্যাল।

'এখন সোস্যাল কাজ করে পয়সা বানাবেন, এটাতো বিজনেস। কাউকেতো বিনা মূল্যে দেওয়া হচ্ছে না। তাহলেতো এটা বিজনেস। বিজনেসের জন্য আমাদের সরকার আলাদা করে সহযোগিতা করতে প্রস্তুত।'

তিনি বলেন, আপনাদেরকে আমি সোস্যাল বিজনেস বলবো না। আপনাদেরকে বলবো, ক্ষুদ্র ব্যবসায়ী। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আমাদের সরকার বিশাল একটি ফান্ড গড়ে তুলেছি। সব কিন্তু আমাদের আওয়ামী লীগ সরকারের করা। ৫ বছর আগে আমি যা বলছি, এগুলোর কিছুই ছিল না। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আমাদের ফান্ড আছে, আইটি ব্যবসায়ীদের জন্য আমাদের ফান্ড আছে। আবেদন করলে এগুলো আপনারা পেতে পারেন।

তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে বেকারত্বের হার ছিল ৪০ শতাংশের মতো। এখন সেটা নেমে এসেছে সাড়ে ৪ শতাংশে।

'শুধু সরকারি হিসাব না সিআরআই থেকেও গবেষণা করেও আমরা একই ফল পেয়েছি। সেখানে কাজ কর্মসংস্থান আছে কি-না, এই প্রশ্ন জিজ্ঞেস করলে দেখা গেছে, ৯৫ দশমিক ৫ ভাগ বলেছে, আছে।'

তিনি আরো বলেন, আমরা সমীক্ষা চালিয়ে বুঝতে পারলাম, সবাই আরেকটু উন্নত চাকরি খুঁজছে। আবার অনেকে মনে করেন, তাদের চাকরি নেই। যেমন দিনমজুর। তারা কিন্তু বসে নেই। কাজ করছে। কিন্তু তাদের চাকরি স্থায়ী না।

'আমার স্বপ্ন বাংলাদেশে আইসিটি ইন্ডাস্ট্রি হবে। বাংলাদেশ আউট সোর্সিং ডেস্টিনেশন হবে। এজন্য মন্ত্রণালয় ট্রেইনিং দিচ্ছে।'

 
 
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া