adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কুমারখালীতে প্রধান শিক্ষককে গুলি করে হত্যা

কুষ্টিয়াডেস্ক রিপোর্টঃ  কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার দয়ারামপুর গ্রামে মুন্সি রবিউল ইসলাম (৪৫) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দয়ারামপুরের নিজ বাড়ির সামনে রবিউলকে গুলি করে দুর্বৃত্তরা। নিহত রবিউল ইসলাম স্থানীয় মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। কুমারথালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, রবিউল ইসলাম শুক্রবার দিবগত রাত ১ টার দিকে তার পরিচালনাধীন এমএমআর ব্রিকস নামের ইট ভাটা থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। এ সময় তার নিজ বাড়ির সম্মুখে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে রবিউলের আত্মীয়-স্বজন এবং স্থানীরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিউলের মাথায় এবং ডান পাজরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ গিয়ে ময়না তদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। পুলিশ রাতেই ঘটনার মুল পরিকল্পনাকারী সন্দেহে ওহিদুল নামের ওই ভাটার এক কর্মচারীকে আটক করেছে। ইট ভাটা ব্যবসাকে কেন্দ্র করে এই হত্যাকান্ড সংগঠিত হতে পারে বলে ধারনা করছে পুলিশ। নিহত রবিউলের ভাগিনা মিথুন জানান, তার মামা রবিউলকে বেশ কিছুদিন আগে একটি অপরিচিত নম্বর থেকে মোবাইল ফোনের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়। রবিউল এ ব্যাপারে কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরীও করেছিলেন।

উল্লেখ্য, নিহত রবিউল ইসলামের চাচাতো ভাই সাবেক স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কুমারখালী থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মুন্সি রশিদুল ইসলামকেও গত বছরের ৮ ডিসেম্বর মহেন্দ্রপুর বাজারে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। রশিদুলের মৃত্যুর পর ইট ভাটাটি রবিউল দেখাশোনা করতেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া