adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জালালবাহিনীর তাণ্ডব – ১৫ পরিবার শীতে খোলা আকাশের নিচে

A temple burnt by Muslims is seen in Cox's Bazarজামাল জাহেদ,কক্সবাজার : পর্যটননগরী কক্সবাজারের মহেশখালী উপজেলার সন্ত্রাস কবলিত এলাকা হোয়ানক কালাগাজির পাড়ায় জালাল বাহিনীর সন্ত্রাসীদের দেওয়া  আগুনে ১৫টি সাজানো বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে এবং জালাল বাহিনীর হামলায় এক নববধুসহ বেশ কয়েকজন আহত হয়েছে। গত ১৯ জানুয়ারি হোয়ানক কালাগাজি পাড়ায় এই হামলার ঘটনাটি ঘটেছে। এদিকে সন্ত্রাসীদের ভয়ে ত্রিশটি পরিবারের শতাধিক মানুষ গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। অভিযোগ ও সরেজমিন পরিদর্শন কালে জানা যায়, হোয়ানকের পুর্ব কালাগাজি পাড়ার সন্ত্রাস কবলিত এলাকার ছিদ্দিক আহমদের পুত্র জালালবাহিনী ও গোলাম কুদ্দুছের পুত্র দেলোয়ার বাহিনীর মধ্যে সরকারি পাহাড়ী জমি দখলের ঘটনা নিয়ে ২০১২ সালের ১৮ জানুয়ারি একটি হত্যাকাণ্ড তদন্ত করতে গিয়ে জালাল বাহিনীর সন্ত্রাসীদের  গুলিতে মহেশখালী থানার এস আই ফরেশ কুমার কারবারী নিহত হন। ফলে পুলিশের ধর পাকড়ের ভয়ে এলাকার মানুষ ভীতিকর  অবস্থায় পড়লে দেলোয়ার বাহিনীর লোকজনের নামে মামলা হয়।  এ সুযোগে সন্ত্রাসী জালাল বাহিনী ও হেলাল উদ্দিন গংরা  তাদের বাড়ী ঘর পুড়িয়ে দেয় । দিনদিন বৃদ্ধি পায় জালাল বাহিনীর  বেপরোয়া অত্যচার ও নির্যাতন। নিরীহ লোকজনের গরু ছাগল,বাশঁ পান ছন খোলাসহ  ঘরবাড়ি লুটপাট ও আগুন দিয়া পুড়িয়ে দেয়। পুরুষ লোকজনের নামে মামলা রুজু হলে তাদের গোপনীয়তার সুযোগ কাজে লাগিয়ে  লুটপাঠ অব্যাহত রাখে। এস আই পরেশ হত্যা মামলার অনেক আসামী জামিন হয়ে নিজ বাড়ী ঘরে ফিরে। স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে  কারাঅন্ত্যরীন জালাল বাহিনীর অপরাপর সন্ত্রাসীরা গত ১৮ জানুয়ারি পূনরায় নিরহ মানুষের উপর হামলা চালায়। এসময় তাদের হাত থেকে রক্ষা পায়নি সাধারন মানুষও। জালাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড রমিজ আহমদের নেতৃত্বে জসিম, জয়নাল , হেলাল উদ্দিন , ইসমাইল, ওসমান, নুরুল আমিন প্রকাশ বদন, রুহুল আমিন ওরপে সোনাইয়া, সেলিম , জালাল ওরপে কালাইয়া, পারভেজ, আহাম্মদ জামাল , নুরুল আবছার, নুরুল  আমিন, ওসমান, আমির আলী, শামসুল আলম, আতাউল্লাহ ওরপে নেচাইয়্যা, আবুতাহের নামের ৪০ জনের একদল  সন্ত্রাসী বাহিনী। 
১৫টি বাড়িঘরে আগুন দেয়ার পাশাপাশি  জোলেখা নামে এক নববধুকে এলোপাতাড়ি কুপিয়ে জখমসহ বেশ কয়েকজনকে আহত করে। এসময় সন্ত্রাসীরা ২ শতাধিক গুলি বর্ষণ করে এলাকায় ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে। সন্ত্রাসীদর দেওয়া আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিকরা হলেন, আব্দুল আজিজ,  মোকতার আহমদ, আনচার আলম,  ছৈয়দ মিয়া, জোনাব আলী,  জসিম উদ্দিন,  এনাম, হান্নান, নাছির উদ্দিন, সাহাব উদ্দিন, কামাল,  আনোয়ার,আনোয়ার পাশা, নেজাম উদ্দিন ও করিম দাদ। 
সন্ত্রাসীরা শুধু আগুন দিয়ে ক্ষান্ত হয়নি তারা চলে যাওয়ার সময় পাহাড়ের পাশে আব্দুল আজিজের বাড়ীতে  লুটপাট চালায়। তার সদ্য বিবাহিত মেয়ে জোলাকে আক্তার (১৮) কে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। সে বর্তমানে চমেক হাসপাতালে চিকিতসাধিন রয়েছে। সন্ত্রাসীরা ওই বাড়ি থেকে ২ ভরি স্বর্ণ ও নগদ টাকা সহ ৩ লাখ টাকার মালামাল লুটপাট করে। 
এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা জানান। এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৭ মামলার পলাতক সন্ত্রাসী পারভেজকে গ্রেফতার করে ও একটি অস্ত্র উদ্ধার করেছে বলে মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন জানান। এদিকে ঘরবাড়ী হারিয়ে ১৫টি পরিবারের মেয়ে পুরুষ মহিলাসহ সকলে  মানবেতর জীবন যাপন করছে,রাতে মাথা গোচার কোন ঠাই নেই,খোলা আকাশে অসহায়ভাবে খুব আতংকিত হয়ে বেচে আছে,এই বিষয়ে প্রশাসনের সু হস্তক্ষেপ কামনা করেন ১৫টি পরিবারের লোকজন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া