adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এ কেমন বিচার !

full_27659548_1421489589আন্তর্জাতিক ডেস্ক: মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চুক্তিভিত্তিক হত্যাকান্ডের জন্য টাকা নিয়েছিলেন নরওয়ের ২১ বছর বয়সী এক তরুণ। কিন্তু, তার ওপর আরোপিত দায়িত্ব পালন না করায় জরিমানা করেছে দেশটির একটি আদালত।
প্রতারণার অভিযোগে তাকে ১,৩০০ ডলার জরিমানা করে আদালত। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১৭ বছর বয়সী এক কিশোরীকে হত্যার জন্য ২১ বছর বয়সী অপর এক তরুণের কাছ থেকে টাকা নিয়েছিলেন ওই তরুণ। টাকা নেয়ার পরও চুক্তিভিত্তিক হত্যাকান্ড ঘটানোর কাজটি সম্পাদনের কোন ইচ্ছা অভিযুক্ত তরুণের মধ্যে দেখতে পায়নি কর্তৃপক্ষ। তাই তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
ওই তরুণ তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করে জরিমানা পরিশোধ করেছেন।
এদিকে চুক্তিভিত্তিক খুনের জন্য টাকা দেয়ার অভিযোগে ২ বছর জেল দেয়া হয়েছে মূল পরিকল্পনাকারীকে।
২১ বছর বয়সী ওই তরুণ স্বীকারোক্তিতে বলেছেন, ১৭ বছর বয়সী এক কিশোরী তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায়, তিনি তাকে হত্যা করতে চেয়েছিলেন। স্বীকারোক্তি দেয়ায় তার শাস্তি অনেকটা লাঘব করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
ওই কিশোরীকে খুন করার জন্য প্রায় ৮,০০০ ডলার দেয়ার কথা বললেও, জরিমানা দেয়া অপর তরুণের দাবি ৫,৩০০ ডলারের বেশি টাকা তাকে দেয়া হয়নি।

 
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া