adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে ৬ গাড়িতে আগুন,নারীসহ আহত ৩

agun-bas24-311x186নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ চলাকালে শুক্রবার রাজধানীতে ছয় গাড়িতে আগুন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটেছে। অবরোধ সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা। অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ-র‌্যাব মোতায়েন রয়েছে নগরীতে। এছাড়া সন্ধ্যা ৬টার পর নগরীতে মোতায়েন করা হয়েছে বিজিবি। অবরোধের ১১ তম দিনে শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকস্থানে ককটেল বিস্ফোরণে আহত হয়েছে নারীসহ তিনজন। পুলিশকে লক্ষ্য করেও ককটেল ছোড়া হয়েছে। এছাড়া সকাল থেকে রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীর বিভিন্নস্থানে ছয়টি গাড়িতে কে বা কারা আগুন জ্বালিয়ে দিয়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে, চারটি গাড়িতে আগুনের খবর পেয়েছেন তারা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ভজন সরকার বলেন, "সন্ধ্যা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত রাজধানীতে চারটি গাড়িতে আগুনের খবর পাওয়া গেছে। এর মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা দুটি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। বাকি দুটি গাড়ির আগুন স্থানীয়রাই নিভিয়ে ফেলেন।" রাত ১০টা ৪০ মিনিটে ফকিরাপুল পানির ট্যাংকির বিপরীত পাশে একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় কে বা কারা। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থালে পৌছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। রাত পৌনে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ককটেল বিস্ফোরণে তানিয়া আক্তার (২৩) নামে এক রিকশা যাত্রী আহত হন। তাকে ঢাকা মেডিক্যালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি জানান, রিকশা যোগে তিনি বংশালের বাসায় যাচ্ছিলেন। এ সময় দুইটি মোটরসাইল যোগে ৬ যুবক। কার্জন হলের সামনে থেকে এলোপাতাড়ি ককটেল নিক্ষেপ করতে করতে যাচ্ছিলেন। সে সময় ককটেল বিস্ফোরণে ককটেলের স্পি­ল্টার তার পায়ে ও কপালে বিদ্ধ হয়। রাত পৌনে ৯টার দিকে গুলিস্তান বঙ্গভবনের পশ্চিম পাশে পার্কের সামনে একটি যাত্রীবাহী লেগুনায় আগুন ধরিয়ে দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। রাত সোয়া ৮টার দিকে ধানমন্ডি ২ নম্বর রোডে স্টার কাবাব হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে আশিয়ান পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় কে বা করা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। ঠিক একই সময়ে মিরপুরের গোলচত্বরে পুলিশকে ল্য করে পরপর ৪টি ককটেল নিপে করে কে বা কারা। রাত পৌনে ৮টার দিকে তেজগাঁও পলিটেকনিক্যাল কলেজের সামনে বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ( ঢাকা মেট্রো জ ১১-২৬৭০) আগুন ধরিয়ে দেয় কে বা কারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিভিয়ে ফেলে। রাত পৌনে ৭ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়ে ককটেল বিস্ফোরণে বাদল (৩০) নামে এক রিকশা চালক আহত হন। তাকে ঢাকা মেডিক্যালে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি জানান, মোড় থেকে রিকশা নিয়ে যাওয়ার পথে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করে কে বা কারা। ককটেল বিস্ফোরণে স্পি­ল্টার তার পায়ে বিদ্ধ হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামপুরা সাদিয়া গার্মেন্টেসের সামনে একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দেয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রামপুরা থানার ওসি মাহবুবুল আলম তরফদার বলেন, "অটোরিকশাটিতে আগুন দেয়ার সঙ্গে সঙ্গেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ তাৎণিক সেখানে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে। তবে অটোরিকশাটির খুব বেশি তি হয়নি বলেও জানান তিনি।" একই সময়ে কাকরাইল মোড়ে একটি প্রাইভেটকার ভাঙচুর ও ককটেল নিক্ষেপ করা হয়। এতে মেহেদী হাসান নামে এক প্রাইভেটকার চালক আহত হয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর কালশী রোডে প্রজাপতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে বাসের চালক ও হেলপার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া