adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় বোকো হারাম হত্যা করেছে ৩২ জনকে

file (3)আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় ইসলামিক জঙ্গি সংগঠন বোকো হারাম ৩২ জনকে হত্যা করেছে । এছাড়া অপহৃত হয়েছে আরও অনেকে। বৃহস্পতিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ওই অপহরণ ও হত্যার ঘটনা ঘটে। প্রেসটিভি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের গামসুরি গ্রাম থেকে একদল অপহরণকারী নারী ও শিশুসহ ১০০ জনেরও বেশি লোককে অপহরণ করে নিয়ে যায়।

এদিকে মুক্তার বুবা নামে এক প্রত্যক্ষদর্শী জানান, অপহরণকারীরা আমাদের ছেলেদের হত্যা করার পর, আমাদের স্ত্রী ও মেয়েদের তুলে নিয়ে গেছে। অপহরণকারীরা তাদের গামসুরি থেকে বর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরিতে নিয়ে গেছে।

অন্যদিকে ২০০৯ সাল থেকে দেশটিতে সংঘটিত অনেক হামলার দায় স্বীকার করেছে বোকো হারাম। এ পর্যন্ত বোকো হারামের হামলায় দেশটিতে কমপক্ষে ১০ হাজারের মতো লোক নিহত হয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মতে, বোকো হারামের ভয়ে দেশটির ৬ লক্ষ ৫০ হাজারের মতো লোক অন্যত্র আশ্রয় নিয়েছে।

প্রসঙ্গত, বোকো হারাম নামের অর্থ হলো ‘পশ্চিমা শিক্ষা নিষিদ্ধ’। এই জঙ্গি সংগঠনটিকে হঠাতে দেশটির সেনাবাহিনী অনেকদিন থেকে যুদ্ধ করে আসছে। নাইজেরিয়ায় ইসলামিক শাসন কায়েম করাই তাদের মূল লক্ষ্য।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া