adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ থাকছে বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ খেলবে পাঁচটি ওয়ানডে, যেগুলোর প্রথমটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে আগামীকাল  শুক্রবার।
আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বরে রয়েছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে দশ নম্বরে থাকা জিম্বাবুয়ের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে রয়েছে মাশরাফি বিন মুর্তজার দলটি। ৫-০ ব্যবধানে সিরিজ জিতলে জিম্বাবুয়ের চেয়ে ২২ পয়েন্টে এগিয়ে যাবে বাংলাদেশ। ৪-১ ব্যবধানে জিতলে স্বাগতিকরা এগিয়ে থাকবে ১৭ পয়েন্টে। ৩-২ ব্যবধানে সিরিজ জিতলে জিম্বাবুয়ের সঙ্গে ব্যবধান নেমে আসবে ৯-এ।
অন্যদিকে, ৫-০ ব্যবধানে সিরিজ জিতলে ৯ পয়েন্টে এগিয়ে থেকে নয় নম্বরে উঠে যাবে জিম্বাবুয়ে। অতিথিরা ৪-১ ব্যবধানে সিরিজ জিতলে দুই দলেরই পয়েন্ট হবে ৬৩। তবে শতাংশ ব্যবধানে এগিয়ে থাকায় নয় নম্বরেই থাকবে বাংলাদেশ।
৩-২ ব্যবধানে সিরিজ জিতলে পাঁচ পয়েন্টের ব্যবধান কমিয়ে ৬ পয়েন্ট পেছনে থাকবে জিম্বাবুয়ে। ৬৯ রেটিং পয়েন্ট নিয়ে এখন নয় নম্বরে রয়েছে বাংলাদেশ। সাত ও আট নম্বরে থাকা নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৯৬। ১০ নম্বরে থাকা জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট ৫৮।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতির পর ওয়ানডেতে এক ধাপ ওপরে ওঠাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। বিশ্বকাপে সরাসরি খেলতে ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে টেস্ট দলগুলোর মধ্যে অন্তত আট নম্বরে থাকতে হবে বাংলাদেশকে।
২০১৭ সালে ইংল্যান্ডে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই প্রতিযোগিতায় কোনো বাছাই পর্ব নেই, সরাসরি খেলবে ওয়ানডের সেরা আট দল।
২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১০টি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে অন্তত ৮ নম্বরে থাকতে হবে বাংলাদেশকে। কারণ র‌্যাঙ্কিংয়ের সেরা আটটি দেশ সরাসরি বিশ্বকাপে খেলবে।
ইংল্যান্ডে হতে যাওয়া সেই প্রতিযোগিতায় খেলতে ৯ ও ১০ নম্বরে থাকা টেস্ট মর্যাদার দেশ দুটিকে সহযোগী সদস্যগুলোর সঙ্গে বাছাই পর্বে খেলতে হবে। ২০১৮ সালে বাংলাদেশেই হবে সেই বাছাই পর্ব। নিজেদের মাটিতে সেই প্রতিযোগিতা এড়াতে চাইলে ওয়ানডেতে উন্নতি করতেই হবে বাংলাদেশকে।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া