adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুরুষদের জন্য জন্ম নিরোধক বড়ি

image_58004_0ক্যানবেরা: সঙ্গিনীকে গর্ভবতী না করে যৌন জীবনের পরিপূর্ণ আনন্দ নিতে প্রচলিত পুরুষ জন্ম নিরোধক পিলের পার্শ্বপ্রতিক্রিয়া কমিয়ে শুক্রাণু শরীরের নির্দিষ্ট ভাণ্ডারে জমিয়ে রাখতে নতুন ধরনের পিল তৈরির কথা ভাবছেন অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী৷পুরুষের জনন নিরোধক পিল এতদিন নিষ্ক্রিয় শুক্রাণু উৎপাদনে সাহায্য করত৷ কিন্ত্ত এই পিলের প্রয়োগে কখনও কমে যেত যৌন সক্ষমতা, কখনও বা পুরুষত্বহীনতার সমস্যা দেখা দিত৷ মোনাশ বিশ্ববিদ্যালয়ের সাবাতিনো ভেনচুরা জানান, নিঃসরণের আগে ভাস ডিফারেন্সে সঞ্চিত হয় শুক্রাণু৷ সেখানে শুক্রাণুকে আটকে রেখে জনন নিরোধের ব্যবস্থা করতে নতুন পিল তৈরির চেষ্টা গবেষকদের৷ইঁদুরের জিনগত পরিবর্তন ঘটিয়ে এরই মধ্যে সফল ভাবে পরীক্ষাটি করা হয়েছে৷ কিন্ত্ত মানবদেহে তা প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজন দু'টি পিল৷ এর মধ্যে একটি বানিয়ে ফেলেছেন গবেষকরা৷ চেষ্টা চলছে অন্যটি বানানোর৷ দাবি, এই পিল শুক্রাণুর কার্যকারিতা নষ্ট করবে না৷ শুধু ভাস ডিফারেন্সেই তার গতি আটকে দেবে৷তবে এই পিল রক্ত সঞ্চালনের ক্ষেত্রে সামান্য বাধার সৃষ্টি করতে পারে বলে জানা গিয়েছে৷ এর ফলে প্রভাবিত হতে পারে রক্তচাপ বা হৃদ্স্পন্দনের গতি৷ ইঁদুরের ক্ষেত্রে অবশ্য জিনগত পরিবর্তনের ফলে রক্তচাপে সামান্যই তারতম্য ঘটতে দেখা গিয়েছে৷ পিল তৈরির ক্ষেত্রে এই বিষয়টি তাই মাথায় রাখা হচ্ছে৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া