adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনা কৃষকের মুরগি খেয়েছে পুতিনের বাঘ

চীনা কৃষকের মুরগি খেয়েছে পুতিনের বাঘআন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের ছেড়ে দেওয়া বাঘ চীনের এক খামারির কয়েকটি মুরগি খেয়ে ফেলেছে।
গত মে মাসে পুতিন যে তিনটি বাঘ দেশটির আমুর অঞ্চলে ছেড়েছিলেন তারই একটি ১৯-মাস বয়সী ‘কুজিয়া’।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ বলেছে, কুজিয়া সম্প্রতি দেশটির এক খামারির কয়েকটি মুরগি খেয়ে ফেলেছে। ক্ষুব্ধ কৃষকরা এখন বাঘটিকে গুলি করে মেরে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ওই খবরে বলা হয়েছে, রাশিয়ান প্রেসিডেন্টের ছেড়ে দেওয়া দুর্লভ প্রজাতির সাইবেরিয়ান বাঘ চীনা কৃষকের একটি মুরগির খামারে গত কয়েক দিন হামলা চালিয়েছে। এ সময় বাঘটি বেশ কয়েকটি মুরগি খেয়ে ফেলেছে বলে অভিযোগ করা হয়েছে।
কৃষকদের বরাত দিয়ে সিনহুয়া বলেছে, কুজিয়া হেইলংজিয়াং প্রদেশের লুবেই জেলার একটি খামারে হামলা চালিয়ে অন্তত পাঁচটি মুরগি খেয়ে ফেলেছে। তবে ওই বাঘটিই যে পুতিনের ছেড়ে দেওয়া বাঘ তা নিশ্চিতের বিষয়টি সম্পর্কে সিনহুয়ার খবরে কিছু বলা হয়নি।
এদিকে, বাঘের শরীরে লাগানো ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে রাশিয়ার গোয়েন্দারা বাঘটির সীমান্ত অতিক্রমের কথা জানতে পেরেছেন। ডেইলিমেইলের খবরে বলা হয়েছে, কূটনীতিক চ্যানেলের মাধ্যমে রাশিয়ান কর্তৃপক্ষ ইতোমধ্যে বিষয়টি চীনকে অবহিত করেছে।
সূত্র: দ্য টেলিগ্রাফ/ডেইলিমেইল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া