adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘পুতিনের প্রেমিকার’ পদত্যাগ

পুতিনের কথিত বান্ধবী আলিনা কাবায়েভাআন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন  দেশটির প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের ‘প্রেমিকা’ নামে পরিচিত সংসদ সদস্য আলিনা কাবায়েভা।
তবে কোনো সরকারের সঙ্গে কোনো বিরোধ বা বিদ্বেষের কারণে পদত্যাগ করেননি অলিম্পিকে সোনাজয়ী সাবেক এই ক্রীড়াবিদ। বরং পুতিনেরই দীর্ঘদিনের বিশস্ত এক বন্ধুর মালিকানাধীন ন্যাশনাল মিডিয়া গ্র“পের দায়িত্ব পালন করতেই পদত্যাগ করেন তিনি।
রাশিয়ার রাষ্ট্রশাসিত টেলিভিশন চ্যানেল ওয়ানের ২৫ শতাংশের মালিক ন্যাশনাল মিডিয়া গ্র“প। এ ছাড়া দেশের আরো কয়েকটি প্রভাবশালী গণমাধ্যমের মালিকানায় শেয়ার আছে এই গ্র“পের। গ্র“পের মিডিয়া বিভাগের চেয়ারম্যান হিসেবে ইতিমধ্যে দায়িত্ব পেয়েছেন আলিনা। পুতিনের ‘ব্যক্তিগত ব্যাংকার’ নামে পরিচিত ইউরি কোভালচাক এই গ্র“পের মালিক।
গ্র“পের এক মুখপাত্র আলিনার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু ঠিক কবে থেকে আলিনা অফিস করবেন, সে বিষয়ে কিছু বলেননি।

এর আগে একটি টেলিভিশনে ‘চ্যাট শো’ করেছেন আলিনা। কিন্তু মিডিয়া ব্যবস্থাপনায় এটিই প্রথম।
আলিনা ২০০৪ সালের অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকে সোনা জিতেছিলেন। চলতি বছরে সোচিতে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকের পতাকাবাহক ছিলেন তিনি।
বিভিন্ন খবরে বলা হয়, ‘প্রেসিডেন্ট পুতিন তার স্ত্রী লিয়াডমিলাকে তালাক দিয়েছেন এবং আলিনাকে বিয়ে করার পরিকল্পনা করছেন। এমনকি পুতিন-আলিনার এক সন্তানও রয়েছে। 
তবে এক সংবাদ সম্মেলনে এটি গুজব উড়িয়ে দেন পুতিন। আলিনাও গুজবটি মিথ্যা বলে উড়িয়ে দেন। গত বছর পুতিন ও লিয়াডমিলার বিচ্ছেদ হয়। এরপর পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, পুতিনের জীবনে আর কোনো নারী নেই।
পেসকভের ভাষায়, ‘পুতিনের কর্মময় ব্যস্ত জীবনের দিকে তাকালে যে কেউ সহজেই বুঝতে পারবেন, পারিবারিক সম্পর্ক তৈরির ফুরসত প্রেসিডেন্টের নেই।
তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া