adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

 

 

 

 

 

 

 

নিজস্ব প্রতিবেদক : ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে সাময়িক বরখাস্তের পর তার চাকরিচ্যুতির ইঙ্গিত দিয়েছেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
শিক্ষার্থীদের দিনভর আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি সভায় বসে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়।
সোমবার রাতে সিন্ডিকেট সভার পর উপাচার্য বলেন, সে যে অপরাধ করেছে, তা সর্বোচ্চ শাস্তি পাওয়ার মতোই।
সিন্ডিকেট সভা চলার মধ্যেই এই শিক্ষকের শাস্তি দাবিতে মুখে কালো কাপড় বেঁধে বিভাগের শিক্ষার্থীরা সিনেট ভবনে মানববন্ধন করে। অন্যদিকে অধ্যাপক সাইফুলকে কলা ভবনের ষষ্ঠ তলায় তার কক্ষে অবরুদ্ধ করে রাখে আরেক দল। এদিকে অভিযুক্ত শিক্ষক সাইফুল দাবি করেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার।
সিন্ডিকেটের সিদ্ধান্তের বিষয়ে অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার কারণ দর্শাতে সিন্ডিকেট নোটিস দেবে অধ্যাপক সাইফুলকে।
এখন বিশ্ববিদ্যালয় একটি তদন্ত কমিটি করবে। তার সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, অধ্যাপক সাইফুলকে চিরতরে বহিষ্কার করতে হবে। তা না হলে আন্দোলন চালিয়ে যাবে তারা।
অধ্যাপক সাইফুল গত শনিবার (১৩ সেপ্টেম্বর) তার বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
এরপর রোববার ওই ছাত্রী উপাচার্য ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন। মোবাইল ফোনে ধারণ করা ‘অধ্যাপক সাইফুলের অনৈতিক প্রস্তাবের’ একটি অডিও ওই অভিযোগের সঙ্গে যুক্ত করে দেন তিনি।
সোমবার বেলা সাড়ে ১১টা থেকে অধ্যাপক সাইফুলকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। দুপুরে সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী।
প্রক্টরের হস্তক্ষেপে সাময়িক মুক্ত হয়ে বিভাগের শিক্ষা কার্যক্রমসহ সব ধরনের প্রশাসনিক কাজ থেকে সাময়িক অব্যাহতি চেয়ে রেজিস্ট্রার বরাবর চিঠি লেখেন অধ্যাপক সাইফুল।
বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ তখন বলেছিলেন, যৌন হয়রানির অভিযোগ ওঠায় সুষ্ঠু তদন্তের স্বার্থেই অধ্যাপক সাইফুল এই সিদ্ধান্ত নিয়েছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি অব্যাহতি চেয়েছেন।
অধ্যাপক সাইফুল তখন সাংবাদিকের সামনে উপস্থিত হয়ে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি ‘ষড়যন্ত্রের’ শিকার। সাংবাদিকরা বিস্তারিত জানতে চাইলে তাতক্ষণিকভাবে কোনো জবাব না দিয়ে তিনি চুপ করে থাকেন।
তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ বলেন, সেই ছাত্রীর দেয়া অডিও রেকর্ড শুনে এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
প্রক্টর চলে যাওয়ার পর শিক্ষার্থীরা পুনরায় অধ্যাপক সাইফুলকে তার কক্ষে অবরুদ্ধ করে। রাতে সিন্ডিকেট বৈঠক শেষ হওয়ার পরও আটকে ছিলেন তিনি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া