adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

১৯ ওভারেই লঙ্কার পাকিস্তান বধ

ডাম্বুলায় সিরিজের তৃতীয় ওয়ানডের একটি মুহূর্ত। {focus_keyword} ১৯ ওভারেই লঙ্কার পাকিস্তান বধ pak e1409396335451স্পোর্টস ডেস্ক: এমনিতে কাগজে-কলমে দুই দলের মধ্যে কোনো পার্থক্য নেই।কিন্তু তারপরেও রঙিন পোশাকের ক্রিকেট সিরিজের প্রথম দুই ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখতে পেরেছে লঙ্কানরা। সেটা বোলিং, ব্যাটিং থেকে শুরু করে ফিল্ডিং নেয়ার ক্ষেত্রে। তাছাড়া আন্ডার প্রেসার হওয়া কিংবা সিদ্ধান্ত নেয়াটাও এর আওতাভূক্ত। কিন্তু রোববার ডাম্বুলায় সিরিজের তৃতীয় ওয়ানডেতে আর সবকিছুকেই যেন ছাপিয়ে গেল স্বাগতিক শ্রীলঙ্কা। এদিন যেন তাদের আরো বেশি উচ্চতায় ওঠার দিন ছিল। তাই সিরিজ নির্ধারণী এই ম্যাচে পাকিস্তানকে ছিঁড়ে খায় অ্যাঞ্জেলো ম্যাথুস বাহিনী। আর সিরিজ সেরার স্বীকৃতি আদায় করে ২-১ ব্যবধানে। এদিন বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে সফকারী পাকিস্তানই। কিন্তু টস জেতা মিসবাহ উল হকের ব্যাটিংয়ের সিদ্ধান্তটা যে বড় ভুল ছিল, তা উইকেটে নামতেই বুঝতে পারে ‘ক্রিকেটের অঅনুমেয় শক্তিরা। লঙ্কান বোলারদের সামনে খুব দ্রুত নতজানু হয়ে পড়ে পাকিস্তানের টপ অর্ডার। তাই ৪৮ ওভারের ম্যাচে ৩২.১ ওভারেই অলআউট হয় পাকরা। লঙ্কান পেসার তিসারা পেরেরার তোপে পড়ে মাত্র ১০২ রান করতে সমর্থ হয় দলটি। এদিন সফরকারী দলটির পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করে অপরাজিত থাকেন ফাওয়াদ আলম। দ্বিতীয় সেরা ১৮ রান এসেছে মিসবাহের ব্যাট থেকে। তিসারা নেন চারটি উইকেট। এরপর ১০৩ রানের সহজ লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে মাত্র ১৮.২ ওভারে তিন উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। অভিজ্ঞ তিলকারত্মে দিলশানের ৫০ ও মাহেলা জয়বর্ধনের ২৬ রানে জয় তুলে নেয় স্বাগতিকরা। দিলশান ৫৫ বল মোকাবেলায় ৯টি চারের সাহায্যে ক্যারিয়ারের ৩৯তম অর্ধশতক তুলে নিয়ে অপরাজিত থাকেন। পাকিস্তানের ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ ইরফান ও সাঈদ আজমল একটি করে উইকেট নেন। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন লঙ্কান অলরাউন্ডার তিসারা পেরেরা। প্রসঙ্গত, ওয়ানডেতে এটি পাকিস্তানের নবম সর্বনিন্ম রান। আর লঙ্কার মাটিতে সর্বনিন্ম।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া